Studypress News

জনতা ব্যাংক AEO-Teller ২০১৫ (বাংলা)

13 Mar 2017

# নিচের কোনটি ‘সুসময়ের বন্ধু’ অর্থের প্রকাশক?

উ: বসন্তের কোকিল

# ‘সমুদ্র’-এর সমার্থক শব্দ নয় কোনটি?

উ: অদ্রি

# অশুদ্ধ বানান কোনটি?

উ: ভূল

# ‘খদ্দর’ বাংলা ভাষায় এসেছে-

উ: গুজরাটি থেকে

# নিচের কোন বানানে মূর্ধন্য ‘ণ’ এর ব্যবহার হয়েছে-

উ: তৃষ্ণা

# জাতি+অভিমান=

উ: জাত্যভিমান

# ‘Breaking a butterfly on the wheel’-

উ: মশা মারতে কামান দাগা

# নিচের কোনটি প্রবন্ধের বই?

উ: পল্লী-সমাজ

# ‘উপ’ যোগে গঠিত কোন শব্দে ‘উপ’ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে-

উ: উপসাগর

# নিচের কোনটি ‘কন্যা’র সমার্থক নয়-

উ: সহোদরা

# নিচের কোন শব্দ বাহুল্য দোষে দুষ্ট-

উ: অধীনস্থ

# ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখকের নাম-

উ: শেখ মুজিবুর রহমান

# নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?

উ: লেনদেন

# ‘আকাশ’ এর বিপরীত শব্দ

উ: পাতাল

# নিচের কোন বানানটি শুদ্ধ?

উ: আদ্যন্ত

# নিচের কোন শব্দটি ব্যাংক পরিচালনার সাথে যুক্ত?

উ: সুদ

# আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে?

উ: বিহারীলাল চক্রবর্তী

# ‘বক+কচ্ছপ=বকচ্ছপ’-এই রীতিতে শব্দকে বলা হয়-

উ: জোড়কলম শব্দ

# বিষন্ন শব্দের বিপরীত কি?

উ: প্রসন্ন

# ‘সতীর্থ’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-

উ: সমান তীর্থ যার

# ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধটি লিখেছেন-

উ: কাজী নজরুল ইসলাম

# Lease শব্দের বাংলা পরিভাষা-

উ: ইজারা

# নিচের কোন বাক্যটি শুদ্ধ?
উ: দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়

# একাত্তরের দিনগুলি’ গ্রন্থ রচনা করেছেন-

উ: জাহানারা ইমাম

# নিচের কোনটি ‘দুর্বল’ অর্থের প্রকাশক?

উ: অঙ্কে কাঁচা

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার