Studypress News
জনতা ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্নের ধরন কেমন হবে
12 Mar 2017
বর্তমানে চাকুরির বাজারে একটি ভালচাকুরির চাহিদা অনেক। আর তা যদি ব্যাংকে চাকুরি হয় তাহলে ত কথাই নেই। ভাল বেতন ও উন্নত সুযোগ সুবিধার জন্য আজকের চাকুরির বাজারে ব্যাংকে চাকুরি তাই সোনার হরিণ। কিন্তু দেখা যায় প্রতিবছর লক্ষাধিক ছাত্র ছাত্রী তাদের উচ্চ শিক্ষা শেষ করে চাকুরি বাজারে পদার্পণ করলেও অধিকাংশ পরীক্ষার্থীই প্রস্তুতি না নিয়ে অংশগ্রহন করে । কিন্তু প্রশ্নপত্র সম্পর্কে ভাল ধারণা না থাকার কারনে কাঙ্খিত সফলতা আর তাদের হাতে ধরা দেয় না। যার ফলে দেখা যায় দুই একটা পরীক্ষায় সফলতা না পেলে শিক্ষার্থীরা ঘুরতে থাকে হতাশার ঘুরপাকে। আগামী ২৪ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ পরীক্ষা। একটু ভালমত আসন্ন বিষয়গুলো সম্পর্কে ধারনা রেখে প্রস্তুতি নিলে সফলতা আসবেই। সেই মহাযজ্ঞের প্রস্তুতির কিছু কথা নিয়েই আমাদের আজকের আয়োজন।
ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে মোটাদাগে আবেদনকারীর প্রেজেন্টেশন স্কিল তথা আর্ট অব প্রেজেনটেশন গুরুত্ব দিয়ে দেখা হয়। তার বিষয়গত জ্ঞান কতটা গভীর তা যাচাই করা হয়ে থাকে। তার ফাংশনাল নলেজ খতিয়ে দেখা হয়। প্রার্থীর ফিটনেস-স্মার্টনেসের পাশাপাশি ব্যক্তিত্ব ও পারিবারিক পটভূমি বিবেচনায় আনা হয়। ভাইভাতে প্রার্থীর জড়তা ও প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেগেটিভ মার্কিং করা হয়। এজন্য তার বাচনভঙ্গিও স্মার্ট হওয়া জরুরি। আত্মবিশ্বাস থাকা চাই। এছাড়া প্রার্থীর কমিউনিকেশন স্কিল, ইংরেজি দক্ষতা, কম্পিউটারে পারদর্শিতা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণাগুণ, দায়িত্ববোধ, সততা, ন্যায়নিষ্ঠা সর্বোপরি সত্যিই তিনি কাজটির জন্য উপযুক্ত কিনা সে বিষয়গুলো যাচাই শেষেই চূড়ান্ত নিয়োগ দেয়া হয়।
ব্যাংকসহ অন্যান্য যে কোনো চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের সাবজেক্টটিভ নলেজ কতটা আছে তা গুরুত্ব দিয়ে দেখা হয়। তাই যে কোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীকেই তার বিষয়গত জ্ঞানের গভীরতা অর্জন করতে হবে। প্রার্থীকে আন্তর্জাতিক অর্থনীতি ও দেশীয় অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই অর্থনৈতিক সূচক, অর্থনৈতিক সমীক্ষা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। প্রার্থীর কিছুটা হলেও ব্যাংকিং জ্ঞান থাকা চাই। এছাড়া সাধারণ জ্ঞান বিশেষ করে সাম্প্রতিক ও সমসাময়িক ঘটনা প্রবাহে চোখ-কান খোলা রাখতে হবে। আন্তর্জাতিক বিষয়গুলো থেকেও ভাইভাতে প্রশ্ন হয়ে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে কী পদক্ষেপ নেয়া উচিত এ ধরনের প্রশ্নও করা হয়ে থাকে। এর মাধ্যমে অর্থনীতি সম্পর্কে তার ধারণা-ভাবনা বিচারে নেয়া হয়। নিয়োগ পেলে কীভাবে কাজ করবেন, কেন ব্যাংকে চাকরি করতে চান- এ ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। তাই ভাইভার আগে এসব বিষয়ে প্রার্থীকে যথাযথ প্রস্তুতি নিতে হবে।
বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে ১০০ নম্বরের এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষার সময় এক ঘণ্টা।
বাংলাঃ
বাংলা বিভাগে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় সাধারণত প্রশ্ন থাকে ব্যাকরণ ও সাহিত্য থেকে। ব্যাকরণ অংশে সাধারণত শব্দ, বাক্য, পদ, সন্ধি বিচ্ছেদ, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, সমার্থক শব্দ, বানান শুদ্ধি, সমাস, কারক-বিভক্তি, প্রতিশব্দ, দেশী-বিদেশী শব্দ, এক কথায় প্রকাশ, অনুবাদ ইত্যাদি থেকে প্রশ্ন থাকবে। আর সাহিত্য অংশে ইতিহাস, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, বিখ্যাত কবি-সাহিত্যিকদের জন্মতারিখ, জীবন ও কর্ম, উপাধি, ছদ্মনাম, পুরস্কার, চরিত্র ও উক্তি থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া থাকতে পারে অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ লিখনের বিষয় হতে পারে সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যাংকিং বা অর্থনীতি। নির্দিষ্ট পরিমাণ জায়গা দেয়া থাকে, এর মধ্যেই অনুচ্ছেদ লিখতে হবে। এমসিকিউ পরীক্ষার বাংলা অংশের পূর্ণ প্রস্তুতি নিতে আপনারা আমাদের স্টাডিপ্রেসের সহযোগীতা নিতে পারেন। সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে অধ্যায়ভিত্তিক ভাবে উত্তরসহ পাবেন এখানে। যা আপনার প্রস্তুতিকে ঝালিয়ে দিবে একবার।
ইংরেজিঃ
Fill in the blanks, Synonym, antonym, phrases and idioms, Tense, Correct Spelling, Sentence Correction, Analogy থেকে প্রশ্ন আসে এমসিকিউ অংশে। একটি বিভাগ থেকে কয়েকটি করে প্রশ্ন থাকতে পারে। গ্রামাটিক্যাল অংশ গুলোতে যেন ভুল না সে দিকে খেয়াল রাখতে হবে। । এছাড়াও ইংরেজি সাহিত্য অংশে বিখ্যাত সাহিত্যকর্ম, কবি-সাহিত্যিকদের জন্মতারিখ, জীবনী, গল্প, উপন্যাস ও নাটকের চরিত্র ও বিশেষ উক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এ সবগুলো বিষয় একসাথে পাবেন আমাদের স্টাডিপ্রেসের ওয়েবসাইটে।
গণিত :
বলা হয় যে, যে অংক ভালো পারে, ব্যাংক চাকরি তার জন্য। নিয়োগ পরীক্ষায় সে অন্যের চেয়ে এগিয়ে থাকে। ব্যাংক পরীক্ষায় অঙ্ক ভাল পারতে হলে মাধ্যমিক পর্যায়ের বই আয়ত্তে থাকতে হবে। এমসিকিউ অংশে সহজে উত্তর করার জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করে নিয়মিত চর্চা করতে হবে। বিশেষ করে ঐকিক নিয়ম, শতকরা, পরিমাপ ও একক, সুদকষা, লাভক্ষতি ও পরিমিতি বিষয়ে। তাই আপনাকে এ-সংক্রান্ত সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। এছাড়া লসাগু-গসাগু, বর্গ, সরল, মাননির্ণয় ও জ্যামিতিক সূত্র ও সংজ্ঞা তো আছেই। দক্ষতা যাচাই করতে বিশ্লেষণমূলক প্রশ্নও থাকতে পারে। এইখানে আপনাকে ভালমত খেয়াল রাখতে হবে যেন গণিত অংশে পূর্ণ নাম্বার পান। যারা এই অংশে ভাল করবেন তারা অবশ্যই অনেকাংশে এগিয়ে যাবেন। গণিত অংশের প্রস্তুতির জন্য একবার ঘুরে আসতে পারেন আমাদের স্টাডিপ্রেসের ওয়েবসাইটে। আশা করি হতাশ হবেন না এবং প্রস্তুতিও হয়ে যাবে ষোলআনা।
দৈনন্দিক বিজ্ঞান ও কম্পিউটার :
জনতা ব্যাংকের পরীক্ষায় দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার বিষয়েও প্রশ্ন করা হয়। এ ক্ষেত্রে কম্পিউটারের মৌলিক বিষয়গুলো জানা থাকতে হবে। আর দৈনন্দিন বিজ্ঞানের প্রস্তুতির জন্য আমাদের সাইটের বিজ্ঞান ও কম্পিউটার অংশ টুকু দেখতে পারেন।পরীক্ষায় আসতে পারে এরকম হাজারো প্রশ্ন আপনার হাতের কাছে একসাথে পেয়ে যাবেন।
বিগত বছরের প্রশ্নপত্রঃ
যেহেতু হাতে একদমই কম সময় রয়েছে তাই এই স্বল্প সময়ে সর্বাধিক ভালভাবে প্রস্তুতি নিতে আপনি বিগত বছরের প্রশ্ন গুলোতে চোখ বুলাতে পারেন । অনেক প্রশ্ন বিগত বিভিন্ন বছর সরকারি ব্যাংক গুলোতে আসা প্রশ্ন গুলো হতে পুনরাবৃত্তি হয়ে থাকে। বিশেষ করে গণিত অংশে অধিকাংশ প্রশ্নই আগের বছরের ধাচের হয়ে থাকে। তাই এগুলো দেখা খুব জরুরী। আপনি আমাদের সাইটে বিগত বছরের সবগুলো ব্যাংকের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরসহ সমাধান পেয়ে যাবেন।
মডেলটেস্টঃ
আপনার প্রস্তুতি ষোলোআনা করতে মডেলটেস্ট অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইটে আপনি ব্যাংকে প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক ৪০ টি মডেলটেস্ট দিতে পারবেন।
সর্বোপরি,চেষ্টা ও অধ্যাবসায়ের কোন বিকল্প নেই। আপনার প্রানপন চেষ্টা আর নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যদি আপনি আপনার কাঙ্খিত চাকুরিটি পেয়ে যান তাহলে আপনাকে আর চিন্তাই করতে হবে না। তাই আপনার প্রস্তুতির সাথী হিসেবে স্টাডিপ্রেসকে সাথে নিয়ে এগিয়ে যান।আশা করি, দিনশেষে বিজয়ীর মুকুটটি আপনার কপালেই পড়ানো হবে। সকলের জন্য শুভকামনা রইল।
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার