Studypress News
রপ্তানি বানিজ্যে পিছিয়ে পড়ছে বাংলাদেশ
04 Nov 2015
রপ্তানি বানিজ্যে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পণ্য রপ্তানি যেমন দিন দিন কমছে তেমনি হ্রাস পেতে শুরু করেছে সেবা রপ্তানিও। কিন্তু তার বিপরীতে গড় আমদানি বেড়েছে অনেক বেশি। পাশাপাশি কমেছে বৈদেশিক বিনিয়োগও।
জাতিসংঘের ইকোনমিক ও সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসকাপ) এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট-২০১৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বাংলাদেশ নিয়ে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা রয়েছে। পাশাপাশি এই অঞ্চলের প্রতিটি দেশ নিয়েও আলাদা বিশ্লেষণ রয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মোট আমদানি-রপ্তানি বেড়েছে মাত্র ১ দশমিক ৬ শতাংশ। তবে চীনকে বাদ দিলে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ কমেছে দশমিক ৪ শতাংশ। আর ২০১৩ সালে এই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছিল ৫ শতাংশ। অর্থাৎ ২০১৪ সালে এশিয়া-প্যাসিফিকের অর্থনীতির গতি শ্লথ হয়েছে।