Studypress News

জনতা ব্যাংক AEO-২০১৫ (বাংলা)

12 Mar 2017

# ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ?

উ: বাংলা ভাষার ইতিবৃত্ত

# বহুব্রীহীর দৃষ্টান্ত

উ: বেহেড

# বাক্য হওয়ার প্রয়োজনীয় বৈশিষ্ট্য

উ: আসত্তি

# বর্জনস্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয়?

উ: ইলেক

# প্রথাগত বাংলা ছন্দ কয় প্রকার?

উ: তিন

# বুকে ভর দিয়ে চলে যে প্রাণী

উ: উরগ

# কোন শব্দটি নানার্থক

উ: তর্ক

# ‘বৈকুণ্ঠের উইলের’ রচয়িতা

উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘মার্গ’ শব্দের অর্থ

উ: পথ

# এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?-বাক্যের এতক্ষণ গাছের ছায়ায় বসা অংশটি-

উ: বিশেষণ স্থানীয়

# ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে

উ: তিনি আমার বইটি প্রকাশিত করেছেন

# কোনটি প্রবাদ?

উ: কাঁচা বাঁশে ঘুন

# কোনটি ভিন্নার্থক?

উ: খদির

# স্বার্থহীনতার সমার্থকতা পাওয়া যায় যে শব্দে-

উ: লোকহিত

# ‘কালের কলস’ কাব্যগ্রন্থের কবি-

উ: আল মাহমুদ

# ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।‘-বাক্যটি

উ: সরল

# বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে

উ: বাণিজ্যিক পত্রে

# হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ গ্রন্থের অনুবাদ করেছেন-

উ: ফতেহ লোহানী

# ‘বাবার শরীর খারাপ, শোওয়া হয়নি।‘-কোন বাচ্য?

উ: ভাববাচ্য

# ‘Co-opted’-এর পরিভাষা

উ: সহযোজিত

# The car turned turtle.-বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ

উ: গাড়িটি উল্টে গেল

# কোনটি ফারসি থেকে আগত?

উ: দারোগা

# এক গোত্রীয় নয়-

উ: উড়িয়া

৭৪. শুদ্ধ বানানগুচ্ছ-

উ: কুপমন্ডুক, দুর্নিরীক্ষ্য, দুস্কর

৭৫. স্বর্গের সঙ্গে সম্পৃক্ত

উ: মেনকা

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার