Studypress News
ভাইভা অভিজ্ঞতা: ৩৫তম বিসিএস
09 Mar 2017
পছন্দ: পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ।
বোর্ড পরিচালক: জহুরুল হক স্যার
ব্যাপ্তি: প্রায় ২০ মিনিট
১.আসতে পারি স্যার? সালাম দিলাম
২.সালাম নিল,বসতে বলল
৩.আপনার চয়েজের মধ্যে প্রশাসন ওআছে,বলুন তো প্রশাসন ও সুশাসন কি?
৪.What is the Local govt.
৫.৪২০ ধারা কি?এটি কোন আইনে আছে?
৬.৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা সম্পর্কে বলুন?
৭.২১ দপার ১ম দপা কি ছিল
৮.ব্লাসফেমি আইন কি?
#এটা পারিনি?
৯.হেসে বললেন,টেনশেন করছেন,পানি খাবেন?
১০.আপনার বাড়ি তো চিটাগাং,পাহাড়ি কন্যা আপনার এলাকা থেকে দুরুত্ব
কত?
১১.আচ্ছা মাস্টারদা সূর্যসেন সম্পর্কে বলুন তো?
১২.ঢাকায় বই মেলায় গিয়েছেন? কি কি বই কিনলেন?
১৩.রত্নাবতী,রত্নদ্বীপ,রত্নাবলী কার লেখা জানেন?
#রত্নদ্বীপ, ও রত্নাবলী টা পারিনি?
১৪.আচ্ছা আপনার তো উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল? বলুন তো উভমুখী বিক্রিয়া
ও অকটেন নাম্বার কি?
#অকটেন নাম্বার টা পারিনি?
১৫.আপনাকে আপনার বিষয়ভিওিক প্রশ্ন করি? Grapevine, Market
Segmentation,Project Management.
১৬.Smartphone তো ইউজ করেন? 3G কি? এটি প্রতি সেকেন্ডে কি পরিমাণ তথ্য আদান প্রদান করে?
১৭.He talks as if he knew everything এর অনুবাদ কি হবে?
১৮.আচ্ছা মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার বিশ্ববিদ্যালয়ের ভি সি কে ছিল?
১৯.বিয়ে করেছেন,হেসে বললেন,তাহলে তো প্রেম করেন
২০.আপনার সম্পর্কে বলুন
২১.ধরুন,আপনাকে যদি প্রশাসনে নিয়োগ দেয়া হয় তাহলে দেশের জন্য কি
করতে পারবেন?
২২.হেসে বললেন চাকরি পেলে কি ঘুষ খাবেন?
২৩.দেখি একটা চিটাগাং এর গান শুনান,তো?
২৪.এবার আসুন। 'পাহাড়ি কন্যা' যাওয়া হয়নি একসাথে যাব প্রস্তুত থাকবেন
# আমি আপনাদের অপেক্ষায় থাকব,এই বলে সালাম দিয়ে বের হলাম।
মুহাম্মদ মোস্তফা আল মাসুদ
৩৫ তম বিসিএস, প্রশাসন (সুপারিশকৃত)
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার