Studypress News

অর্ডার অব কালচার পুরস্কার

04 Nov 2015

২০১৫ সালে চিকিৎসাশাস্ত্রে ও পদার্থবিদ্যায় সাতোশি ওমুরা ও তাকাকি কাজিতা এ দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার জয়ের পর  আরেকটি সু খবর আসে তাদের জন্য ।  আরো ৫ জনের সাথে একত্রে তারা সম্রাটের সরবোচ্চ পুরস্কার "অর্ডার অব কালচার" পুরস্কার পাচ্ছেন।জাপানে কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাতোশি ওমুরাই  ম্যালেরিয়া রোগের ঔষধ আবিস্কারে অবদানের জন্য তিনিসহ আরো দুই বিজ্ঞানী এ সম্মান পায়।অন্যদিকে, পদার্থবিদ্যার আলোর চেয়ে নিউট্রিনোর গতি সম্পর্কিত আবিস্কারের জন্য টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রশ্নি গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক কাজিতা নোবেল পান।