Studypress News

মুক্তিযুদ্ধ: (২০টি প্রশ্ন, উত্তরসহ)

08 Mar 2017

১. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?

উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।

২. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই?

উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।

৩. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?

উত্তর : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।

৪. প্রশ্ন : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?

উত্তর : পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাঁটিতে।

৫. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?

উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।

৬. প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

উত্তর : ভারতের আমবাসা এলাকায়।

৭. প্রশ্ন : দু’জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি?

উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।

৮. প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ইতালির নাগরিকের নাম কী?

উত্তর : মাদার মারিও ভেরেনজি।

৯. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে?

উত্তর : হোসাইল হেমার ওয়াডার,অষ্ট্রেলিয়া।

১০. প্রশ্ন : বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?

উত্তর : শহীদুল ইসলাম লালু (বীর প্রতীক)।

১১. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?

উত্তর : ২১ নভেম্বর,১৯৭১।

১২. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।

১৩. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?

উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।

১৪. প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর : রেসকোর্স ময়দানে।

১৫. প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার কাছে আত্মসমর্পণ করে?

উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।

১৬. প্রশ্ন : জেনারেল নিয়াজী আত্মসমর্পণের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল?

উত্তর : ৯৩ হাজার।

১৭. প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?

উত্তর : আবদুস সাত্তার।

১৮. প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?

উত্তর : এম আর আখতার মুকুল।

১৯. প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে?

উত্তর : মোস্তফা কামাল,৮ এপ্রিল,১৯৭১।

২০. প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্যুবরণ করেন কে?

উত্তর : মহিউদ্দিন জাহাঙ্গীর,১৪ ডিসেম্বর ১৯৭১।

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।