Studypress News

৩৫ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

06 Mar 2017

তারিখ : ০৬/০৩/২০১৬

বোর্ড: শেখ আলতাফ আলী

সময়: ১৮-২০ মিনিট

পছন্দ ক্রম:পররাষ্ট্র,প্রশাসন,পুলিশ,.......শিক্ষা।

Chairman: মো: সিরাজুল ইসলাম, পিতা- মোঃ মুজিবুর রহমান। ময়মনসিংহ থেকে এসেছ। বল কেন আমরা ময়মনসিংহ কে চিনব?

ME: বাকৃবি,নজরুল ইউনিভার্সিটি, জয়নুল সংগ্রহশালা.....

External 1: তুমি তো মুক্তাগাছার মনডা সম্পর্কে বললা না।

ME: Sorry sir.আমি ভুলে গিয়ে ছিলাম।

External 1: কেন ময়মনসিংহ শহরকে শিক্ষার নগরী বলা হয়?

ME: ভালো ভাবেই উত্তর করলাম। বাকৃবির উপর গুরুত্ব দিলাম।

External 1: বাকৃবি উদ্ভাবিত একটি উন্নত জাতের ফসলের নাম বল।

ME: বাউকুল।

External 1: বাউ মানে কী?

ME: Bangladesh Agricultural University.

External 1: বাউকুল চাষ করার সুফল কী?

Me: কিছু সুফল বললাম।

External 2: জীবাশ্ম জালানি কে আবিষ্কার করেন?

ME: (প্রথম বারের মত আমি দেখলাম বোর্ডে একজন নারী সদস্য আছেন ) Sorry Madam, বিষয়টি আমার জানা নেই।

External 2: জীবাশ্ম জালানি প্রথম কোথায় আবিষ্কৃত হয়?

ME: Sorry madam.

External 2: ঠিক আছে। Chronologically বাংলাদেশ সকারের কয়েক জন নারী মন্ত্রির নাম বল?

ME: প্রধানমন্ত্রি শেখ হাসিনা থেকে শুরু করে বললাম।

External 2: পররাষ্ট্র মন্ত্রণালয় এর মন্ত্রী এবং সচিবের নাম কী?

ME: (সহজ প্রশ্ন। খুশি হয়ে উত্তর দিলাম)

Chairman: What is BIMSTEC, BCIM, BBIN...Members...Works....

ME: I answered confidently.

Chairman: Tell me about any crisis of present world.

ME:( কোন সংকট নিয়ে বলব বুঝতেছিলাম না)

Chairman: Have we any problem with Myanmar? What's that?

ME:Yes, sir. We have Rohinga problem with Myanmar.

Chairman: How can we solve it? As a diplomat what do you think?

Me: যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু তিনি খুশি হলেন বলে মনে হল না।

External 1: মনে কর এই মুহুর্তে তুমার দুইটা চয়েস-পররাষ্ট্র এবং শিক্ষা। তুমি কোনটা নিবা।

ME: (এ রকম প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ইংলিশ ভাল বলতে পারছিলাম না। আমি জানতাম

-পররাষ্ট্র প্রথম চয়েস অনেক রিসকি। কিছুই না পেলে ফেল নির্ঘাত।)তাই সামান্য ভেবেই বললাম- শিক্ষা

External 1:কেন শিক্ষকতা পেশা হিসেবে চাও?

ME: আবেগপ্রবণ হয়ে উত্তর দিলাম।

External 1:Mention some exclusive articles of education policy of Bangladesh?

ME: (কয়েক বার চেষ্টা করে ব্যর্থ হলাম) Sorry sir. I can't recollect now.

Chairman:You are from English Department. Say about Milton.Quote some lines from him.

ME: I said about Milton but could not quote any line.

Chairman: মাস্টার্স কবে পাশ করেছ?

Me:স্যার, চলতি বছরেই।

Chairman :একজন রানিং স্টুডেন্ট হিসেবে তোমার কাছে উত্তর আশা করেছিলাম। যে কবিতা পার সেটাই বল।

Me: প্রায় চার মাস ধরে শিখতে থাকা কবিতা STOPPING BY WOODS ON A SNOWY

EVENING.বলতে শুরু করলাম।(চার লাইন বলার পর বার বার ভুলে যাচ্ছিলাম )

Chairman:ঠিক আছে, তুমি এখন যেতে পার।

ME: ধন্যবাদ স্যার।

Comment: অনেক ভাল ভাইভা না দেয়ার পরও আমি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হই।

Sirazul Islam Tapon

BCS Administration Cadre(Recommended), 35th BCS

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।