Studypress News
NSI ফিল্ড অফিসার ২০১৭: পূর্ণাঙ্গ সমাধান
04 Mar 2017
বাংলা
১। ‘গরল’ শব্দের বিপরীত শব্দ কি?
উ: অমৃত
২। ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
উ: বাংলা সাহিত্যের কথা
৩। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে?
উ: মাইকেল মধুসূদন দত্ত
৪। ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
উ: তারেক মাসুদ
৫। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
উ: কবিরাজ
৬। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উ: চন্দ্রাবতী
৭। ওমর খৈয়াম কোন দেশের কবি?
উ: কোনটিই নয়
৮। ‘নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায়-
উ: নশ্বর
৯। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
উ: আগুনের পরশমনি
১০। চেটে খাওয়া যায় যা-
উ: লেহ্য
১১। ‘চোখের বালি এর অর্থ কি?’
উ: শত্রু
১২। কৃতঘ্ন শব্দের অর্খ কি?
উ: যে উপকারীর অপকার করে
১৩। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উ: ১০টি
১৪। এক কথায় প্রকাশ কর- কম কথা বলে যে-
উ: মিতভাষী
১৫। নাবিক এর সন্ধি বিচ্ছেদ-
উ: কোনটি নয়
১৬। ‘কাপুড়ে বাবু’ বাগধারার অর্থ কি?
উ: ভণ্ড
১৭। কোনটি বিশেষণ?
উ: সৎ
১৮। ‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কি?
উ: পরিপাটি
১৯। ‘সাগর’ শব্দের পরিশব্দ কোনটি?
উ: অর্নব
২০। দুই বর্ণের পরস্পর মিলকে কি বলে?
উ: সন্ধি
২১। ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হল-
উ: চাঁদের মত মুখ
২২। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার কবিতা-
উ: শামসুর রাহমান
২৩। স্থায়ী নয়-
উ: অস্থায়ী
২৪। ‘আমানত’ শব্দের অর্থ কি?
উ: গচ্ছিত
২৫। কোনটি হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীগ্রন্থ?
উ: মরুভাস্কর
সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে?
উ: যুক্তরাষ্ট্র
২. বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
উ: ৩৫০টি
৩. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উ: ২৬ মার্চ
৪. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উ: সিলেট
৫. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উ: রাঙ্গামাটি
৬. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
৭. আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
৮. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
৯. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উ: ফরিদপুর
১০. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
উ: ২০০০
১১. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উ: সার্কভুক্ত সব দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে
১২. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উ: বুধ
১৩. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উ: ইন্দোনেশিয়া
১৪. জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?
উ: মশা
১৫. সর্বশেষ (২০১৭ সালে) বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সঠিক অপশন নেই। (সঠিক উত্তর মরক্বোর মারাক্কেশে অনুষ্ঠিত হয়।)
১৬. বর্তমান সরকারের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জঙ্গিবাদ
১৭. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উ: দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে
১৮. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
উ: WTO
১৯. কোথায় সেনাবাহিনী নেই?
উ: মালদ্বীপ
২০. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উ: ইন্দোনেশিয়া
২১. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
উ: সাধারণ পরিষদের অধিবেশনে
২২. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উ: এশিয়া
২৩ ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
২৪. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উ: পর্তুগাল
২৫. সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে?
উ: মহাস্থানগড়, বাংলাদেশ
গণিত
# কোন পরীক্ষায় পরীক্ষার্থী ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো।
উ: ১০%
# ৭০ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উ: ০৩টি
# ০.২ এর ২০% কত?
উ: ০.০৪
# কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
উ: ৮/১১
# 4x^2+7x^2+3x^2=?
উ: 14x^2
# এক নটিক্যাল মাইল সমান কত মিটার?
উ: ১৮৫৩.১৮ মিটার
# সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপরটি কত?
উ: ৪০ ডিগ্রি
# দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যা কত?
উ: ৭২
# চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন?
উ: ২০%
# X>Y এবং XY<0 হলের নিচের কোনটি ঋণাত্মক হবে?
উ: Y
# শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে সুদেমূলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরে সুদেমূলে ২০৫০ টাকা হবে?
উ: ১২৩০
# X+Y=6 এবং XY=6 হলে (X-Y)^2 এর মান কত?
উ: 12
# ০০.১*০.০১=?
উ: ০.০০০১
# মাতার ৩০ বছর বয়সে কন্যার জন্ম হয়। মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার দ্বিগুণ হবে?
উ: ৬০
# ১০০ গ্যালনে কত লিটার?
উ: ৪.৫৫ লিটার
# কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগ শেষ হবে?
উ: ১২
# পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
উ: ১৫
# টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
উ: ৫০%
# ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
উ: ১/২*ভূমি*উচ্চতা
English
# Amicable শব্দের সমার্থক শব্দ কোনটি?
-Friendly
# Identify the correct synmnym for the word ‘Maganimous’-
-Generous
# The word ecological is related to ............
-Environment
# I am looking forward ......................you.
-to seeing
# He advised me.....smoking
-to give up
# The parents became extremely ... when their son had not returned by ten.
-anxiuos
# Camouflage means-
-Diguise
# Choose the uncountable noun from below:
-salt
# He is ----- M.A. in English.
Ans: an
# ‘Pass away means’-
Ans: die
# Chosse the counable noun from below—
Ans: Mesage
# Which one is correct?
-The old man died yesterday.
# What is the verb of ability?
-Enable
# Which one is in singular number?
-pair
# Which one is correct?
-It is quarter past ten
# The word hopeful is a/an-
-adjective
# ‘I shall be eating’ is an example of .............. tense?
-Future continuous
# He died ...................... accident.
-from
# Which one is correct?
-You, he and I are present
# Which one is the superlative degree of little?
-least
# He went there at 7 O’clock ........... the evening.
-in
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।