Studypress News
NSI ফিল্ড অফিসার ২০১৭: সাধারণ জ্ঞান
04 Mar 2017
১. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে?
উ: যুক্তরাষ্ট্র
২. বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
উ: ৩৫০টি
৩. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উ: ২৬ মার্চ
৪. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উ: সিলেট
৫. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উ: রাঙ্গামাটি
৬. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
৭. আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
৮. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
৯. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উ: ফরিদপুর
১০. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
উ: ২০০০
১১. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উ: সার্কভুক্ত সব দেশের দূতাবাস বাংলাদেশে রয়েছে
১২. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উ: বুধ
১৩. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উ: ইন্দোনেশিয়া
১৪. জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?
উ: মশা
১৫. সর্বশেষ (২০১৭ সালে) বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সঠিক অপশন নেই। (সঠিক উত্তর মরক্বোর মারাক্কেশে অনুষ্ঠিত হয়।)
১৬. বর্তমান সরকারের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জঙ্গিবাদ
১৭. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উ: দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে
১৮. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
উ: WTO
১৯. কোথায় সেনাবাহিনী নেই?
উ: মালদ্বীপ
২০. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উ: ইন্দোনেশিয়া
২১. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
উ: সাধারণ পরিষদের অধিবেশনে
২২. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উ: এশিয়া
২৩ ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
২৪. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উ: পর্তুগাল
২৫. সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে?
উ: মহাস্থানগড়, বাংলাদেশ
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।