Studypress News

পৌর ভোটে দলীয় প্রতীক পাচ্ছেন প্রার্থীরা

02 Nov 2015

বহু ধরনের প্রতীকের পরিবর্তে এখন পৌর ভোটেও সংসদ নির্বাচনের মতো দলীয় প্রতীক নিয়েই প্রার্থী হবেন রাজনৈতিক দলগুলোর নেতারা।

পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে করতে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন ২০১৫ অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধ্যাদেশ জারি করেন। এতে ডিসেম্বরের মধ্যে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন সম্ভব হবে।
গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধন আইন একযোগে অনুমোদন করা হয়। আইনগুলো হচ্ছে—স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০১৫; উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫; স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন, ২০১৫ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০১৫।
এসব আইনের আওতায় পর্যায়ক্রমে ৩২৩টি পৌরসভা, চার হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ১১টি সিটি করপোরেশন ও ৬৪টি জেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে হবে।