Studypress News
২০১৬ সালে মোট সরকারি ছুটি ২২ দিন
02 Nov 2015
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৬ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়। বৈঠকে জানানো হয়, ২০১৬ সালে মোট সরকারি ছুটি ২২ দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ উপলক্ষে ১ বৈশাখ সাধারণ সরকারি ছুটি। ২০১৬ সালে পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণ উৎসব বৈসাবি উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এ ছাড়া আগের মতো অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের জন্য তিন দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
২০১৬ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। ১৪ দিন সাধারণ ছুটি। এর মধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি পড়েছে। আট দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।