Studypress News

ইসলামী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

27 Feb 2017

ইসলামের মৌলিক বিষয়াবলি
* ঈমানের শাখা হলো- ৭০টি।
* ঈমানের সুফল লাভের প্রয়োজন- ইসলামের অনুসরণ।
* মহানবী (স.)-এর নবুয়্যতী জীবন- ২৩ বছর।
* কুরআনের মাধ্যমে যে বৈজ্ঞানিক সত্য উদঘাটিত হয়- বিশ্বজগৎ ও সৃষ্টি বৈচিত্র্যের।
* আল্লাহর বাণী সম্বলিত ছোট আসমানী কিতাবকে বলেÑ সহীফা।
* কিতাব শব্দের অর্থ- পুস্তক।
* পবিত্র কুরআন মাজীদ অবতীর্ণ হয়- ২৩ বছরে।
* নবী-রাসূলদের শিক্ষা এবং প্রচারের ভিত্তি হলো- তাওহীদ।
* পরকালে প্রবেশের দরজা- মৃত্যু।

আল-কুরআন
* কুরআন কোথায় সংরক্ষিত ছিল- লাওহে মাহফুযে।
* কুরআনে ফেরেশতার নাম উল্লেখ আছে- ৪ জন।
* কুরআনের তাজ বলা হয়- সূরা আর-রহমানকে।
* কুরআনের অন্তর বলা হয়- সূরা ইয়াসীনকে।
* কুরআন যে ভাষায় সর্বাধিক অনূদিত- উর্দু ভাষায়।
* আল-হাকীম অর্থ- জ্ঞানভাণ্ডার।
* কুরআন মজীদে সর্বপ্রথম হরকত সংযোজন করেন- হাজ্জাজ বিন ইউসুফ।
* মহানবী (স.)-এর জীবদ্দশায় পূর্ণ কুরআন মজীদ ছিল- বিক্ষিপ্তভাবে লিপিবদ্ধ।
* শরীয়াতের উদ্দেশ্য ও লক্ষ্যকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে- মাদানী সূরায়।
* আল্লাহ রাব্বুল আলামীন স্বয়ং শ্রবণ করেন- মধুর কণ্ঠে তেলাওয়াত।

আল-হাদিস

* কুরআন মজীদের ব্যাখ্যা বিশ্লেষণই- হাদিস।
* মহানবী (স.)-এর বাণী কর্ম ও মৌন সম্মতিকে- হাদিস বলে।
* সনদ শব্দের অর্থ- নির্ভর করা, বিশ্বাস করা, দলীল।
* যে খলিফা সরকারি পর্যায়ে হাদিস লেখার হুকুম জারি করে- হযরত উমর ইবনে আব্দুল আজিজ।
* হাদিসের মূল বক্তব্যকে বলা হয়- মতন।
* ইমাম আবু দাউদ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থটির নাম- সুনানে আবু দাউদ।
* সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী- হযরত আবু হুরায়রা (রা.)।

ইসলামের ইতিহাস ও ঐতিহ্য
* দুনিয়ার সর্ব প্রথম নবী- হযরত আদম (আ.)।
* সর্বপ্রথম কাবা শরীফ তাওয়াফ করেন- হযরত আদম (আ.)।
* সর্বপ্রথম শয়তান প্রলুব্ধ করেছিল- হযরত আদম ও হাওয়া (আ.)-কে।
* অপ্রাপ্ত বয়স্কদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন- হযরত আলী (রা.)।
* সর্বপ্রথম সীরাতে রাসূল (সা.) সংকলন করেন- মুহাম্মদ ইবনে ইসহাক (রহ.)।
* সর্বপ্রথম ডাকবিভাগ চালু করেন- হযরত মুয়াবিয়া (রা.)।
* সর্বপ্রথম আল্লাহর হুকুম অমান্য করে- ইবলিস।
* কুরআনের প্রথম ইংরেজি অনুবাদক- ড. তালিব আবু নাসের।
* আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন- কলম।

ইসলামের কতিপয় যুদ্ধ
* হযতর হামযা (রা.)-এর কলিজা চর্বণ করেছিল- আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা।
* উহুদের যুদ্ধে পতাকা বহন করেন- হযরত মুসয়াব বিন উমায়ের (রা.)।
* খন্দকের যুদ্ধকে বলা হয়- আহযাবের যুদ্ধ।
* তাবুক যুদ্ধ সংঘটিত হয়- নবম হিজরীর রজব মাসে।

ইসলামী সমাজব্যবস্থা
* সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে- অসহায়।
* “মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত।”-এ বাণী মহানবী (স.)-এর।
* পিতামাতার সাথে যেরূপ ভাষায় কথা বলতে হয়- সম্মানজনক ভাষায়।
* ইসলামে নারীদের বিবাহের ক্ষেত্রে- মতামতকে অবশ্যই গ্রহণ করতে হবে।
* সন্তানের প্রথম শিক্ষক- মাতা।

ইসলামী অর্থ ব্যবস্থা
* যে অর্থব্যবস্থায় বাইতুল মাল স্বীকৃত- ইসলামী অর্থব্যবস্থায়।
* মৃত জীবজন্তু, রক্ত, মদ, শুকর ক্রয়-বিক্রয়-হারাম।
* যে ধরনের ক্রয়-বিক্রয় শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে- বাইয়ে ফাসিদ।
* বায়তুল মাল প্রথা পূর্ণাঙ্গতা লাভ করে বাইয়ে ফাসিদ- ওমর (রা.)-এর সময়ে।
* বায়তুল মালের মালিকানা- জনগণের।

আদর্শ জীবন চরিত্র
* হিজরত কালে হযরত মুহাম্মদ (স.)-এর সঙ্গী ছিলেন- হযরত আবু বকর (রা.)।
* হযরত আদম (আ.)-এর অপর নাম- আবুল বাশার।
* হযরত নূহ (আ.)-এর পুত্র সামের বংশধারাকে বলা হয়- সামীয় বা সেমেটিক জাতি।
* কুরবানির ক্ষেত্রে যে নবীকে অনুসরণ করা হয়- ইব্রাহীম (আ.)-কে।
* রাসূল (স.)-এর প্রথম কন্যার নাম- হযরত জয়নব (রা.)।
* ইসলামের প্রথম মুয়াযযিন ছিলেন- হযরত বেলাল (রা.)।
* আবু হুরায়রা (রা.)-এর নামের অর্থ- বিড়াল ছানার পিতা।
* ইসলামের বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন- খালিদ বিন ওয়ালিদ (রা.)।

 

 

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার