Studypress News
৮৯তম অস্কার: সেরা ছবি মুনলাইট
27 Feb 2017
লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৮৯ তম অস্কারের আসর। সেরা ছবির পুরস্কার জিতেছে মুন লাইট। ব্যারি জেনকিন্স পরিচালিত ছবিটি তৈরি হয়েছে তারেল আলভিন ম্যাকক্র্যানির লেখা ‘ইন মুনলাইট ব্ল্যাক বয়েজ লুক ব্লু’ নাটক অবলম্বনে। ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ছবিটি বেস্ট মোশন পিকচার (ড্রামা) বিভাগে পুরস্কৃত হয়। আর এবারের অস্কারে সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা চিত্রনাট্য (গৃহীত) বিভাগে পুরস্কার লাভ করে ‘মুনলাইট’। ছবিটি মনোনয়ন পেয়েছিল আটটি বিভাগে।
এক নজরে:
সেরা ছবি
মুনলাইট
সেরা অভিনেতা
ক্যাসি অ্যাফলেক, ম্যানচেস্টার বাই দ্য সি
সেরা অভিনেত্রী
এমা স্টোন, লা লা ল্যান্ড
সেরা পার্শ্ব অভিনেতা
মাহেরশালা আলি, মুনলাইট
সেরা পার্শ্ব অভিনেত্রী
ভিয়োলা ডেভিস, ফেন্সেস
অ্যানিমেটেড ফিচার ফিল্ম
জুটোপিয়া
সিনেমাট্রিগ্রাফি
লা লা ল্যান্ড
পোশাকসজ্জা
ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ের টু ফাইন্ড দেম
পরিচালনা
ডেমিয়েন শ্যাজেল, লা লা ল্যান্ড
তথ্যচিত্র (ফিচার)
ও. জে. : মেইড ইন আমেরিকা
তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট)
দ্য হোয়াইট হেলমেট
ফিল্ম এডিটিং
হ্যাকসো রিজ
বিদেশি ভাষার চলচ্চিত্র
দ্য সেলসম্যান
মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং
সুইসাইড স্কোয়াড
মিউজিক (অরিজিনাল স্কোর)
লা লা ল্যান্ড
মিউজিক (অরিজিনাল সং)
সিটি অব স্টার্স, লা লা ল্যান্ড
প্রোডাকশন ডিজাইন
লা লা ল্যান্ড
শর্ট ফিল্ম (অ্যানিমেটেড)
পাইপার
শর্ট ফিল্ম (লাইভ অ্যাকশন)
সিং
সাউন্ড এডিটিং
অ্যারাইভাল
সাউন্ড মিক্সিং
হ্যাকসো রিজ
ভিজুয়াল ইফেক্টস
দ্য জঙ্গল বুক
লেখা (গৃহীত চিত্রনাট্য)
মুনলাইট
লেখা ( মৌলিক চিত্রনাট্য)
ম্যানচেস্টার বাই দ্য সি