Studypress News

সম্প্রতি বিভিন্ন ব্যাংকে নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন ও উত্তর

26 Feb 2017

Janata Bank Executive Officer Engineer 2017 (Bangla)
# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বিষণ্ন
# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উ: বহিরঙ্গ
# যিনি বিদ্যা লাভ করিয়াছেন
উ: কৃতবিদ্যা
# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?
উ: হিমালয় পর্যন্ত
# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
উ: বেহায়াপনা
# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
উ: সমস্যমান পদ
# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?
উ: উপন্যাস
# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
উ: সম্+চয়=সঞ্চয়
# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
উ: ভাববাচ্য
# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?
উ: বিশেষণ

Bangladesh Krishi Bank Sr. Officer-2017

BANGLA: 20

1. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ
পূর্বাহ্ন///মধ্যাহ্ন///সন্ধ্যা///Ans: গোধূলি
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?
পত+অঞ্জলি=পতঞ্জলি///অন্তঃ+লিন=অন্তর্লীন///Ans:ষট+আনন=ষড়ানন///তথা+এবত=তথৈবত
৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী///Ans:পর্তুগিজ///ওলন্দাজ///ফারসি
৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?
প্রশ্নবোধক চিহ্ন///Ans: বিস্ময় চিহ্ন///দাঁড়ি///ড্যাশ
৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Ans: অধিকরণে ২য়া///অপাধানে ২য়া///করণে ৭মী///কর্মে ৫ম
৬. ‘অসুখ’ কোন সমাস?
কর্মধারয়///তৎপুরুষ///অব্যয়ীভাব///Ans: বহুব্রীহি
৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?
কষ্টের উপর আরো কষ্ট///দুরারোগ্য ব্যাধি///Ans:বুড়োর ভীমরতি///বুড়োর যৌবনপ্রাপ্তি   ৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
পাকজনাবেষু///শ্রদ্ধাস্পদ///পাকজনাব///Ans:স্নেহাসম্পদ
৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
বিদ্রোহী///অগ্রপথিক///কান্ডারী হুশিয়ার///Ans: আনদন্দময়ীর আগমনে
১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?
সৈয়দ মুজতবা আলী///মুনীর চৌধুরী///Ans: শহীদুল্লাহ কায়সার///শওকত ওসমান
১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ
যামিনী, আত্মা///Ans:বিভাবরী, শীর্ণ///নিশীথ, হৃদয়///রজনী, অনুগ্রহ
১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
ইলিয়াস শাহ্‌///Ans:আকবর///বিজয় সেন///লক্ষণ সেন
১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?
Ans:রাত///শিকারী///চাঁদ///আলোক বর্তিকা
১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-
সদালাপ///অর্থহীন কথা///সংক্ষিপ্ত আলোচনা///Ans:সৌভাগ্য 
১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ
কেউ না কিন্তু বোকাই ঠিক///বোকাকে ঠিক ভাবলেই ভুল///বোকার স্বর্গে বাস///Ans:ভুল মানুষেরই হয়
১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
দুরাকাঙ্খা, বাল্মীকী, মূর্হুমুহু///দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার///Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ///শিহরণ, মিথস্ক্রিয়া, ব্যভিচার
১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?
রবীন্দ্রনাথ ঠাকুর///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়///বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী///Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়///যতীনমোহন বাগচী///মোহিতলাল
১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
সংশপ্তক///ক্রীতদাসের হাসি///চিলেকোঠার সেপাই///Ans:একটি কালো মেয়ের কথা
২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
মণিকাঞ্চন যোগ///সোনায় সোহাগা///Ans:আদায়- কাঁচকলায়///আমদুধে

Islami Bank Field Officer 2016

১. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. তুর্কী খ. ফারসী গ. উর্দূ ঘ. খাঁটি বাংলা
উ: তুর্কী
২. ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?
ক. নির্দয় খ. অর্থের কুপ্রভাব গ. তামা থেকে উৎপন্ন বিষ ঘ. ভীষণ বিষাক্ত
উ: অর্থের কুপ্রভাব
৩. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রহসন
উ: উপন্যাস
৪. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. জলধি খ. নদী গ. সলিল ঘ. আকাশ
উ: নদী
৫. ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-
ক. লোভ খ. লিপ্সা গ. লোভী ঘ. বুভুক্ষা
উ: লিপ্সা

Sonali Bank IT Officer 2016
# ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে:
হীরক জয়ন্তী
# কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?
দু+লোক=দ্যুলোক
# বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী
# কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?
সাধু ভাষায়
# ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?
করণ
# ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-
ভেলকিবাজি
# সঠিক বাক্য কোনটি?
আমার কথা প্রমাণিত হলো।
# অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
 বিপরীত।
# ছায়া হরিণ কার গ্রন্থ:
আহসান হাবীব
# খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-
সিংহদ্বার
# ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’
অব্যয়
# পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
কূল
# গাছ পাথর বাগধারাটির অর্থ-
হিসাব-নিকাশ
# Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:
নাচতে না জানলে উঠান বাঁকা
# কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্তশাসন
# শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:
প্রমথ চৌধুরী
# মহাকবি নন-
রবীন্দ্রনাথ ঠাকুর
# বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
৩৯টি
# বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?
চোখের বালি

Bangladesh Bank AD 2016 (General Side)

২১. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা- মানিক বন্দ্যোপাধ্যায় ২২. চাষাভুষার কাব্য কার রচনা? নির্মলেন্দু গুণ ২৩. নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলনচাঁপা
২৪. নিচের কোন বানান শুদ্ধ? সমীচীন,বাল্মিকী
২৫. ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ? যৌগিক
২৬. ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি? ইমাম হোসেন
২৭. ‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান? ভাওয়াইয়া
২৮. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান
২৯. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন? আনিস চৌধুরী
৩০. ‘জীবন-প্রভাত’ কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক
৩১. ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’-এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ৭মী
৩২. ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’-এই অমর পঙক্তির রচয়িতা- শেখ ফজলল করিম
৩৩. অনূদিত গ্রন্থ ‘নি:সঙ্গতার একশ বছর’-এর মূল লেখক- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
৩৪. ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’-কার লেখা বই? যতীন সরকার
৩৫. ম্যাক্সিম গোর্কির ‘মা’ কোন ভাষায় রচিত? রুশ

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইলি স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের  সাথে যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 বিকাশ নাম্বার।