Studypress News
ইসির ক্ষমতা বাড়াতে আইন সংশোধনের প্রস্তাব
02 Nov 2015
সব ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নিজেদের ক্ষমতা বাড়াতে আইন সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে মেয়াদ শেষ হওয়ার পর যুক্তিসংগত স্বল্প সময়ে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।
এ ছাড়া কমিশন সব ধরনের নির্বাচন মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে করার বিধানের প্রস্তাব করেছে।
গত রোববার কমিশন সচিবালয় থেকে এই প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, আইনের অস্পষ্টতা দূর করতে কমিশন এই প্রস্তাব করেছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিদ্যমান আইনে পৌরসভার ক্ষেত্রে পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি করপোরেশনের ক্ষেত্রে পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন না হলে কী হবে, সে বিষয়ে আইনে কিছু বলা নেই।
সিরাজুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোথাও ৯০ দিন, কোথাও ১৮০ দিনের কথা বলা আছে। কমিশন মনে করে, যেহেতু সব নির্বাচন দলীয়ভাবে হবে, তাই সব নির্বাচন পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। আর নির্ধারিত সময়ে নির্বাচন না হলে কী হবে, সে বিষয়ে কিছু বলা না থাকায় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। সে জন্য কমিশন আইনি জটিলতা না থাকলে মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচন করার প্রস্তাব করেছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, কমিশন পৌরসভা আইনের ২০ ও ৩৩ ধারা, ইউনিয়ন পরিষদ আইনের ২৯ ধারা, উপজেলা পরিষদ আইনের ১৭ ধারা ও সিটি করপোরেশন আইনের ৩৪ ধারা সংশোধনের প্রস্তাব করেছে। প্রস্তাবে বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব না হলে যুক্তিসংগত স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।