Studypress News
জেনারেল ওচা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত
21 Aug 2014
২০১৪ সালের ২১ শে আগষ্ট থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানের নায়ক প্রায়ুথ চান ওচাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
৬০ বছর বয়সী জেনারেল প্রায়ুথ সেনাপ্রধান থাকার সময় তারই নেতৃত্বে গত ২২ মে, ২০১৪ থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান অনুষ্ঠিত হয়। ইংলাক সিনেওয়াত্রার সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অব্যাহত বিক্ষোভের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তিনি ওই অভ্যুত্থান ঘটান।
দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের পর ১৯৭ সদস্যের আইনসভা গঠন করে সেনাবাহিনী।