Studypress News
ব্রেক্সিট বিল পাস হল কোন সংশোধনী ছাড়াই।
12 Feb 2017
ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার প্রক্রিয়া- ব্রেক্সিট শুরুর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। নিম্নকক্ষ হাউজ অব কমন্সে বুধবার এক ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পায় ব্রেক্সিট বিল। কমন্স সভার ৬১৬ এমপির মধ্যে ৪৯৪ জনেরই ভোট পড়ে বিলটির পক্ষে। বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন ১২২ জন এমপি। এবার বিলটি যাবে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে।
মের কনজারভেটিভ সরকারের আনা ব্রেক্সিট বিল কোনো রকম সংশোধনী ছাড়াই সময়মতো পাস হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি হাউজ অব লর্ডসে এ বিল পেশ করা হবে। সরকার চাচ্ছে, ৭ মার্চের মধ্যে বিলটি চূড়ান্তভাবে পাস হোক। এদিকে বিরোধী দল লেবার পার্টির ছায়া বাণিজ্যমন্ত্রী ক্লাইভ লুইস ভোটাভুটির সময় পদত্যাগের ঘোষণা দেন। তিনি আগেই জানিয়েছিলেন, বিলে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বুধবার জানান, তিনি ভোট দিতে পারছেন না_ এমন কিছুতে ভোট দিতে তার বিবেকে বাধছে, যা শেষ পর্যন্ত দেশের জন্য ক্ষতি বয়ে আনবে। গত বছরের জুনে ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে রায় দেয়। গণভোটের ওই অপ্রত্যাশিত ফলের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যান ডেভিড ক্যামেরন। নতুন দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির তেরেসা মে।