Studypress News
ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এ মামলা করতে যাচ্ছে অস্ট্রিয়া
29 Jun 2015
অস্ট্রিয়া ২৩ জুন,২০১৫ সালে হিঙ্কলি পয়েন্ট সি পারমাণবিক শক্তি প্রকল্পের অনুমোদন দেয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে “ইউরপিয়ান কোর্ট অফ জাস্টিস এ মামলা করতে যাচ্ছে। ২৯ জুন,২০১৫ তারিখে মামলাটি করার কথা। অক্টোবর ২০১৪ সালে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্ত্রাজ্যকে ১৭ বিলিয়ন পাউন্ডের ভর্তুকি প্রদান করে এটি তৈরি ও রক্ষণাবেক্ষন করার জন্য।এই প্রকল্পের আওতায় ইংল্যান্ডের সমারসেটে দুইটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বসবে।
২০১১ সালে ফুকুশিমা চুল্লি বিস্ফোরনের পর এটি পশ্চিম ইউরোপের প্রথম পারমাণবিক চুল্লী স্থাপন।
ইংল্যান্ডে প্রায় দুই যুগ পরে কোন পারমাণবিক চুল্লী স্থাপন ক্করা হয়েছে।
এটি ২০২৩ সালে চালু করা হবে এবং পরবর্তী ৬০ বছর এটি চালু থাকবে।