Studypress News
সমসাময়িক (বাংলাদেশ ও আন্তর্জাতিক): সকল নিয়োগ পরীক্ষার জন্য (৩০০ প্লাস প্রশ্ন, উত্তরসহ)
09 Feb 2017
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন কোনটিকে?
উ: চামড়াকে।
# জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন?
উ: ১ জানুয়ারি, ২০১৭
# হাইতির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উ: জোভেনেল মাইজি।
# যুদ্ধাপরাধের দায়ে ফ্রান্সে গ্রেপ্তার কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর নাম?
উ: রামোস হারডিনাজ
# কত দশক পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
উ: প্রায় পাঁচ দশক
# সম্প্রতি জাপান কোন দেশ থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়?
উ: দক্ষিণ কোরিয়া
# ‘হেরোরো’ ও ‘নামা’ কি?
উ: নামিবিয়ার আদি জনগোষ্ঠী
# ঘানার নতুন প্রেসিডেন্ট কে?
উ: আকুফো এদো।
# পর্তুগালের গণতন্ত্রের জনক কে?
উ: মারিও সোয়ারেস।
# সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ সফর করা মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম?
উ: কিয়াও তিন।
# বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উ: ১০ জানুয়ারি
# যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোথায় বিদায়ী ভাষণ দেন?
উ: শিকাগোতে
# সুইজারল্যান্ডে ফিফার সভায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটিতে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে?
উ: ৪৮টিতে
# টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড কার?
উ: সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেন তিনি।
# ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’ নামে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?
উ: রাজশাহী মহানগরীতে
# সম্প্রতি ভ্যাটিকান সিটিতে দূতাবাস চালু করেছে কোন দেশ?
উ: ফিলিস্তিন
# ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সুইজারল্যান্ডের দাভোসে
# স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙ্গে কোন দুটি বিভাগ গঠন করা হয়েছে?
উ: জননিরাপত্তা ও সুরক্ষাসেবা
# যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করেন?
উ: ২০ জানুয়ারি
# ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?
উ: রাজধানীর রাজারবাগে
# বরেণ্য গীতিকবি কুটি মনসুরের কবে মারা যান?
উ: ২৪ জানুয়ারি
# মেক্সিকোর প্রেসিডেন্ট কে?
উ: এনরিক পেন নিয়েতা।
# ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
উ: পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
# থাইল্যান্ডের নতুন রাজা কে?
উ: যুবরাজ মহা ভাজিরালংকর্ন
# মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?
উ: ব্রিটিশ টিভি সাংবাদিক ভানিয়া কেউলি।
# সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উ: ১২৩তম।
# এডেন শহর কোন দেশে?
উ: ইয়েমেন
# ভিক্টোরিয়া ওকাম্পো কে?
উ: আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক
# অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।
# নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?
উ: বিল ইংলিশ।
# ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’কে বলেছেন?
উ: বব ডিলান।
# বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন কে?
উ: পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
# ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার?
উ: জোয়ান বায়েজ
# ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?
উ: শ্রীনাথ রাঘভন।
# মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কে?
উ: ভ্লাদিমির পুতিন।
# জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ রয়েছে ?
উ: দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে।
# কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে?
উ: যুক্তরাজ্য
# বিশ্ব অভিবাসন দিবস।
উ: ১৮ ডিসেম্বর
# বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?
উ: প্রায় ২ লাখ ১৫ হাজার।
# আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
উ: মোস্তাফিজুর রহমান।
# দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উ: ২৮ ডিসেম্বর।
# আপটা কি?
উ: এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)
# আপটায় নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে?
উ: মঙ্গোলিয়া।
# দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র?
উ: হালদা।
# সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?
উ: জন্মান্ধ রমজান।
# আইএমএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ হবে?
উ: বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।
# বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?
উ:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
# প্রকল্পটিতে ঋণ দেবে?
উ: রাশিয়া।
# সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?
উ: মিখাইল গর্বাভেচ।
১। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
উ: ৫ নভেম্বর, ২০১৬
২। ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কোন শহরের স্কুলগুলো তিন দিন বন্ধ রাখা হয়?
উ: ভারতের রাজধানী নয়াদিল্লির।
৩। মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম কত হতে হবে?
উ: ১৩ বছর।
৪। বিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে কোন সংস্থা?
উ: বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডংয়ের সামাজিক অর্থায়নে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ প্রকল্প।
৫। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: মরক্কোর মারাক্কেশে।
৬। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় ঢাকা কততম স্থানে?
উ: ১১তম।
৭। ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কি?
উ: বাংলাদেশের কেনা সাবমেরিনের নাম।
৮। বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কোথায় অবস্থিত?
উ: কুড়িগ্রামের রাজিবপুরে।
৯। বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৭ অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম স্থানে?
উ: ১৩৩তম স্থানে।
১০। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উ: ২২তম।
১১। আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগাদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
উ: রাশিয়া।
১২। ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উ: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
১৩। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে?
উ: মেজর জেনারেল আবুল হোসেন।
১৪। পানির এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর প্রস্তাব কি?
উ: বিশ্ব তহবিল গড়ে তোলা।
১৫। ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করেন কে?
উ: নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।
১৬। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি?
উ: জামদানি
১৭। মধ্যম আয়ের দেশে উন্নীত হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশকে কতটি কনভেনশন অনুসরণ করতে হবে?
উ: ২৭টি।
১৮। বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে পর্তুগালের বর্ষসেরা নারীর পুরস্কার জিতেছেন কে?
উ: মারিয়া কনসেইসাও।
১৯। ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউআইসিটি)’ এর ২৫তম আয়োজন কোথায় হবে?
উ: ২০২১ সালে ঢাকায়।
২০। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয়দের প্রতিটি পরিবারকে কত লাখ রুপি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার?
উ: ৫ লাখ রুপি।
২১। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস পেয়েছেন কে?
উ: ফারাজ হোসেন।
২২। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর কোন দেশে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে?
উ: তুরস্কে।
২৩। ফিলিড্রিস নাগাসাউ কি?
উ: ফিজির পিঁপড়া প্রজাতি।
২৪। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
উ: ২৫ নভেম্বর, ২০৬।
২৫। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল বাংলাদেশের কোন প্রাচীন জনপদ?
উ: বগুড়ার মহাস্থানগড়।
২৬। রোহিঙ্গা-সংকট কিভাবে কাটাতে চায় বাংলাদেশ?
উ: বৈশ্বিক সহায়তার মাধ্যমে।
২৭।২০১৫ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত?
উ: ২২৩.৬০ কোটি মার্কিন ডলার।
২৮। দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত শিল্পাঞ্চল কোথায় হচ্ছে?
উ: নাটোরের লালপুরে।
২৯। লেদা ও কুতুপালং কি?
উ: অনিবন্ধিত রোহিঙ্গা শিবির।
৩০। সম্প্রতি কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কোন ক্লাবের ফুটবলাররা মারা যান?
উ: ব্রাজিলের শাপেকোইনস ক্লাবের ফুটবলার।
১. বাংলাদেশের শততম ওডিআই জয়টি আসে কোন দলের বিপক্ষে?
ক. আফগানিস্তান
খ. ইংল্যান্ড
গ. ভারত
ঘ. পাকিস্তান
২. জাতীয় পরিচয়পত্রে (স্মার্ট কার্ড) কয়টি সেবা পাওয়া যাবে?
ক. ২০
খ. ২১
গ. ২২
ঘ. ২৩
৩. ২০১৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন কে?
ক) ইউশিনোরি ওসুমি
খ) ডেভিড জে থাওলেস
গ) ডানকান হ্যালডেন
ঘ) মাইকেল কোস্টারলিৎজ
৪. জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে?
ক) আন্তোনিও গুতেরেস
খ) টেরেসা মে
গ) হুয়ান ম্যানুয়েল সান্তোস
ঘ) উপরের কেউ নন
উ: আন্তোনিও গুতেরেস
৫. বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়?
ক) ৪ অক্টোবর
খ) ৫ অক্টোবর
গ) ৬ অক্টোবর
ঘ) ৭ অক্টোবর
৬. ২০১৬ সালে শান্তিতে নোবেল জিতেছেন কে?
ক) আন্তোনিও গুতেরেস
খ) টেরেসা মে
গ) হুয়ান ম্যানুয়েল সান্তোস
ঘ) উপরের কেউ নন
৭. সানা কোন দেশের রাজধানী?
ক) ইয়েমেন
খ) আলজেরিয়া
গ) তুরস্ক
ঘ) চাদ
৮. ২০১৬ সালে সাহিত্যে নোবেল জিতেছেন কে?
ক) বব ডিলান
খ) প্যাট্রিক মোদিয়ানো
গ) অ্যালিস মুনরো
ঘ) মো ইয়ান
৯. ২০১৫-১৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৮৯
খ) ৯০
গ) ৬৯
ঘ) ৭৯
১০. থাইল্যান্ডের রাজা ভূমিবল কবে মারা যান?
ক) ১০ অক্টোবর
খ) ১২ অক্টোবর
গ) ১৩ অক্টোবর
ঘ) ১৪ অক্টোবর
১১. চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কবে বাংলাদেশ সফরে আসেন?
ক) ১৪ অক্টোবর
খ) ১৫ অক্টোবর
গ) ১২ অক্টোবর
ঘ) ১৩ অক্টোবর
১২. ব্রিকস-বিমসটেক আউটরিচ কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ভারতে
খ) রাশিয়ায়
গ) চীনে
ঘ) বাংলাদেশে
১৩. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম কবে বাংলাদেশ সফরে আসেন?
ক. ১৫ অক্টোবর
খ. ১৬ অক্টোবর
গ. ১৭ অক্টোবর
ঘ. ১৮ অক্টোবর
১৪. আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কবে পালন করা হয়।
ক. ১৭ অক্টোবর খ. ১৫ অক্টোবর
গ. ১৯ অক্টোবর
ঘ. ১৩ অক্টোবর
উ: ১৭ অক্টোবর
১৫. বিশ্বব্যাংক ২০১৬ সালের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কোথায় পালন করে?
ক. বাংলাদেশে
খ. নাইজেরিয়ায়
গ. ঘানায়
ঘ. ভারতে
উ: বাংলাদেশে
১৬. ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনাটি কার?
ক. শি জিনপিংয়ের
খ. বারাক ওবামার
গ. টেরেসা মে’র
ঘ. জিম ইয়ং কিমের
১৭. বিশ্বব্যাংকের মতে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় কোন দেশ?
ক. শ্রীলঙ্কা
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. থাইল্যান্ড
১৮. টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী, কত সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার কথা রয়েছে?
ক. ২০২৫ সাল
খ. ২০৩০ সাল
গ. ২০৩৫ সাল
ঘ. ২০৪০ সাল
১৯. হাইতিতে সম্প্রতি আঘাত হানা হারিকেনের নাম?
ক. ম্যাথিউ
খ. অ্যালেক্স
গ. বনি
ঘ. কলিন
২০. চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক সফরে বাংলাদেশের সাথে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়?
ক. ২৫
খ. ২৬
গ. ২৭
ঘ. ২৮
২১. ওয়াগ্যা পোয়ে কোন জনগোষ্ঠীর উৎসব?
ক. মারমা
খ. চাকমা
গ. খাসি
ঘ. মগ
২২. দেশের সবচেয়ে পুরোনো গ্যাসক্ষেত্র কোনটি?
ক. হরিপুর গ্যাসক্ষেত্র
খ. রুপগঞ্জ গ্যাসক্ষেত্র
গ. তিতাস গ্যাসক্ষেত্র
ঘ. কোনটি না
২৩. আলেপ্পো নগর কোথায় অবস্থিত?
ক. ইরাক
খ. ইরান
গ. সিরিয়া
ঘ. ইয়েমেন
২৪. শিশুপুষ্টি খাতে বাংলাদেশকে বাড়তি কত ডলার দেবে বিশ্বব্যাংক।
ক) ২৫ কোটি
খ) ৫০ কোটি
গ) ১০০ কোটি
ঘ) ২০০ কোটি
২৫. কয়টি দেশকে উঠতি অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে?
ক) ৮
খ) ৯
গ) ১০
ঘ) ১১
উত্তর:
১। ইংল্যান্ড
২। ২২
৩। ইউশিনোরি ওসুমি
৪। আন্তোনিও গুতেরেস
৫। ৫ অক্টোবর
৬। হুয়ান ম্যানুয়েল সান্তোস
৭। ইয়েমেন
৮। বব ডিলান
৯। ৯০
১০। ১৩ অক্টোবর
১১। ১৪ অক্টোবর
১২। ভারতে
১৩। ১৬ অক্টোবর
১৪। ১৭ অক্টোবর
১৫। বাংলাদেশে
১৬। শি জিন পিংয়ের
১৭। বাংলাদেশ
১৮। ২০৩০ সাল
১৯। ম্যাথিউ
২০। ২৭
২১। মারমা
২২। তিতাস
২৩। সিরিয়া
২৪। ১০০ কোটি
২৫। ১১
১. পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস কোনটি?
ক) ২০১৬ সালের জুন মাস
খ) ২০১৬ সালের জুলাই মাস
গ) ২০১৬ সালের আগস্ট মাস
ঘ) ২০১৬ সালের সেপ্টেম্বর মাস
২ সুন্দরবনের কয় ধরনের ক্ষতির আশংকা করছে ইউনেসকো?
ক) ৩ ধরনের
খ) ৪ ধরনের
গ) ৫ ধরনের
ঘ) ৬ ধরনের
৩. বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মতে সব উন্নয়নের ভিত্তি কি?
ক) জিডিপি প্রবৃদ্ধি
খ) জীবন যাত্রার মান
গ) অর্থনৈতিক স্থিতিশীলতা
ঘ) সুশাসন
৪. রাকা কোন দেশের শহর?
ক) ইরাক
খ) ইরান
গ) ইয়েমেন
ঘ) সিরিয়া
৫. আরব বসন্ত কোথায় শুরু হয়েছিল?
ক) সিরিয়ায়
খ) লেবাননে
গ) ইরাক
ঘ) তিউনিসিয়ায়
৬. হুতি বিদ্রোহী সংগঠন কোন দেশের?
ক) ইরাকের
খ) পাকিস্তানের
গ) সিরিয়ার
ঘ) ইয়েমেনের
৭. কিগালি কোন দেশের রাজধানী?
ক) রুয়ান্ডা
খ) সোমালিয়া
গ) বসনিয়া
ঘ) কম্বোডিয়া
৮. পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক) ১৬ কোটি
খ) ১৬ কোটি ১০ লাখ
গ) ১৬ কোটি ২০ লাখ
ঘ) ১৬ কোটি ৩০ লাখ
৯. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন মানুষ বাস করে?
ক) ৭৫০ জন
খ) ৯০০ জন
গ) ১০০০ জন
ঘ) ১২০০ জন
১০. জাতিসংঘ দিবস কবে?
ক) ২১ অক্টোবর
খ) ২২ অক্টোবর
গ) ২৩ অক্টোবর
ঘ) ২৪ অক্টোবর
১১. ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
ক) ইরাক
খ) পাকিস্তান
গ) ইরান
ঘ) সিরিয়া
১২. আইপিইউ’র বর্তমান সদস্য সংখ্যা কত?
ক) ১৫০
খ) ১৬০
গ) ১৭০
ঘ) ১৮০
১৩. পাটপণ্যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) জার্মানি
ঘ) ভারত
১৪. জাঙ্গল ক্যাম্প শরণার্থী শিবিরটি কোন দেশে অবস্থিত?
ক) গ্রিস
খ) জার্মানি
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাজ্য
১৫. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
ক) ব্রাজুকা
খ) জাবুলানি
গ)জাবিভকা
ঘ) কোনটি না
১৬. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত?
ক) ৭.০১%
খ) ৭.১১%
গ) ৭.০২%
ঘ) ৭.১২%
১৭. বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে কত?
ক) ১৪৬৬ ডলার
খ) ১৪৬৫ ডলার
গ) ১৩৬৫ ডলার
ঘ) ১৩৬৬ ডলার
১৮. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
ক) ৪৮৮ টি
খ) ৪৮৯ টি
গ) ৪৯০ টি
ঘ) ৪৯১ টি
১৯. ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?
ক) হিলারি ম্যান্টেল
খ) পল বিটি
গ) হাওয়ার্ড জ্যাকবসন
ঘ) মারলন জেমস
উ: পল বিটি।
২০. ত্রিপুরার আমাবাসা থেকে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ এনে ঢাকায় সমাহিত করা হয়?
ক) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের
খ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের
গ) বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের
ঘ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের
২১. গ্র্যানোলা কিসের নাম?
ক) ধানের জাতের নাম
খ) গমের জাতের নাম
গ) ভুট্টার জাতের নাম
ঘ) আলুর জাতের নাম
২২. নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) ষষ্ঠ
খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম
২৩. বাল্টিক দেশ কয়টি?
ক) ৪টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৫টি
২৪. গত অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে কোন দেশ?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) হংকং
ঘ) চীন
উ: যুক্তরাষ্ট্র।
২৫. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
উত্তর:
১। ২০১৬ সালের সেপ্টেমর মাস ২। চার ধরনের। ৩। সুশাসন। ৪। সিরিয়া ৫। তিউনিসিয়ায়। ৬। ইয়েমেনের। ৭। রুয়ান্ডা। ৮। ১৬ কোটি ১০ লাখ। ৯। ১ হাজার ২০০ জন। ১০। ২৪ অক্টোবর ১১। সিরিয়ার ১২। ১৭০ ১৩। ভারত। ১৪। ফ্রান্স ১৫। জাবিভকা। ১৬। ৭.১১ % ১৭। ১৪৬৫ ডলার ১৮। ৪৯০ টি। ১৯। পল বিটি ২০। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। ২১। আলুর জাতের নাম। ২২। সপ্তম ২৩। ৩টি ২৪। যুক্তরাষ্ট্র ২৫। ৮টি।
১। সীমান্ত ব্যাংক বাংলাদেশের কততম তফসিলি ব্যাংক?
ক) ৫৫তম খ) ৫৬তম গ) ৫৭তম ঘ) ৫৪তম
২। জাতিসংঘ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান?
ক) ১২৪তম খ) ১২৫তম গ) ১২৬তম ঘ) ১২৭তম
৩। জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কানাডা খ) চীন গ) যুক্তরাজ্য ঘ) কোনটি নয়
৪। ইসমাইল কারিমভ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক) বসনিয়া খ) উজবেকিস্তান গ) তাজিকিস্তান ঘ) তুরস্ক
৫। অজ্ঞাতনামা চলচ্চিত্রটির পরিচালক কে?
ক) তৌকীর আহমেদ খ) তানভীর মোকাম্মেল গ) ফরিদুর রেজা সাগর ঘ) জাহিদ হাসান
৬। সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করে?
ক) শ্রীলঙ্কা খ) ওয়েস্ট ইন্ডিজ গ) অস্ট্রেলিয়া ঘ) সাউথ আফ্রিকা
৭। ‘আলাপন’ কি?
ক) সরকারি কর্মকর্তাদের অ্যাপ খ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপ গ) স্বাস্থ্যকর্মীদের অ্যাপ ঘ) কোনটি নয়
৮। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়?
ক) মালয়েশিয়ার খ) ভুটানের গ) ভারতের ঘ) কানাডার
৯। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয় কেন?
ক) নারীর ক্ষতায়নের জন্য খ) শান্তির জন্য গ) বৈশ্বিক উষ্ণতা রোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঘ) কোনটি নয়
১০। আন্তর্জাতিক শান্তি দিবস কবে?
ক) ২০ সেপ্টেম্বর খ) ২১ সেপ্টেম্বর গ) ২২ সেপ্টেম্বর ঘ) ২৩ সেপ্টেম্বর
১১। অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?
ক) ১২১তম খ) ১২২তম গ) ১৪০তম ঘ) ১৪১ তম
১২। বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের নির্মাতা কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) চীন ঘ) সুইজারল্যান্ড
১৩। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে?
ক) মাশরাফি খ) সাকিব গ) রাজ্জাক ঘ) ক ও খ
১৪। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবে মারা যান?
ক) ২৭ সেপ্টেম্বর খ) ২৮ সেপ্টেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ২৬ সেপ্টেম্বর
১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কবে?
ক) ২৭ সেপ্টেম্বর খ) ২৮ সেপ্টেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ৩০ সেপ্টেম্বর
১৬। শিমন পেরেজ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক) সুইডেন খ) ইসরায়েল গ) অস্ট্রিয়া ঘ) ইউক্রেন
১৭। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান?
ক) ১০৫তম খ) ১০৬তম গ) ১১০তম ঘ) ১১১তম
১৮। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কয়জন বোলার একই ভেন্যুতে ১০০টি ওডিআই উইকেট নিয়েছেন?
ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন
১৯। সার্কের রীতি অনুসারে জোটভুক্ত কয়টি দেশ অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না?
ক) সংখ্যাগরিষ্ঠ খ) সংখ্যালঘিষ্ঠ গ) একটি ঘ) সবকটি সদস্য
২০। তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম দিয়েছেন কোন দেশের বিজ্ঞানীরা?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) কানাডা ঘ) মেক্সিকো
১। ৫৭তম ২। ১২৪। ৩। চীন ৪। উজবেকিস্তান ৫। তৌকীর আহমেদ ৬। অস্ট্রেলিয়া ৭। সরকারি কর্মকর্তাদের অ্যাপ ৮। কানাডার ৯। নারীর ক্ষতায়নের জন্য ১০। ২১ সেপ্টেম্বর ১১। ১২১ তম ১২। চীন ১৩। সাকিব ১৪। ২৭ সেপ্টেম্বর ১৫। ২৮ সেপ্টেম্বর ১৬। ইসরায়েল ১৭। ১০৬তম ১৮। ৩ জন ১৯। ১টি ২০। যুক্তরাষ্ট্র
১। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে?
ক) ১৫ মে খ) ১৬ মে গ) ১৭ মে ঘ) ১৪ মে
২। ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) ১ম খ) ৫ম গ) ৩য় ঘ) ৪র্থ
৩। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
ক) ১৫ মে খ) ১৭ মে গ) ১৩মে ঘ) ১২ মে
৪। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন কে?
ক) হান কাঙ খ) ডেবোরা স্মিথ গ)ল্যাসলু ক্রাসনাহোরাকাই ঘ) ঝুম্পা লাহিড়ি
৫। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব কোন দেশে অবস্থিত?
ক) কেনিয়া খ) নাইজেরিয়া গ) সোমালিয়া ঘ) জার্মানি
৬। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাত জোনস কত বছর বয়সে মারা গেছেন?
ক) ১১৩ খ) ১১৪ গ) ১১৫ ঘ) ১১৬
৭। ফিফার প্রথম নারী মহাসচিবের নাম কি?
ক) ফাতমা সামৌরা খ) দিলমা রুসেফ গ) অ্যাঞ্জেলা মার্কেল
৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিম্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?
ক) জাবল খ) ঢাকা গ) দিল্লি ঘ) রিয়াদ
৯। জাবল কোন দেশের শহর?
ক) সৌদি আরব খ) ইরান গ) ইরাক ঘ) মিশর
১০। সম্প্রতি বাংলাদেশ সরকার কোনটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে?
ক) ঘূর্ণিঝড় খ) ভূমিকম্প গ) বজ্রপাত ঘ) সুনামি
উ: ১। গ ২। খ ৩। খ ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ক ৯। খ ১০। গ
১১. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?
ক) ২৭ মে খ) ২৮ মে গ) ২৯ মে ঘ) ৩০ মে
১২. কত সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আংশ নিচ্ছে?
ক) ১৯৭৮ খ) ১৯৮৮ গ) ১৯৭৭ ঘ) ১৯৮৭
১৩. জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) তুরস্কে খ) সুইজারল্যান্ডে গ) জাপানে ঘ) সুইডেনে
১৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?
ক) জাপান খ) সুইজারল্যান্ড গ) সুইডেন ঘ) জার্মানি
১৫. সম্প্রতি হজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ?
ক) ইরাক খ) ইরান গ) আফগানিস্তান ঘ) সংযুক্ত আরব আমিরাত
১৬. জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) জাপান ঘ) রাশিয়া
১৭. লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?
ক) বার্সেলোনা খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) রিয়াল মাদ্রিদ ঘ) সেভিয়া
১৮. ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?
ক) রিয়াল মাদ্রিদ খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) বার্সেলোনা ঘ) বায়ার্ন মিউনিখ
১৯. আইপিএলের বর্তমান চ্যাম্পিয় কোন দল?
ক) কলকাতা খ) ব্যাঙ্গা্লোর গ) হায়দরাবাদ ঘ) পুনে
২০. আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে?
ক) লোকেশ রাহুল খ) মুস্তাফিজুর রহমান গ) হার্ডিক পান্ডে ঘ) কোনটি না
উ:১১। গ ১২। খ ১৩। ক ১৪। খ ১৫। খ ১৬। গ ১৭। ক ১৮। ক ১৯। গ ২০। খ
২১। সবশেষ হিসেবে দেশের দারিদ্র হার কত?
ক) ২৩ দশমিক ৮ শতাংশ খ) ২৪ দশমিক ৮ শতাংশ গ) ২৫ দশমিক ৮ শতাংশ ঘ) ২৬ দশমিক ৮ শতাংশ
২২। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?
ক) গাড়িওয়ালা খ) নেকাব্বরের মহাপ্রয়াণ গ) এক কাপ চা ঘ) তাঁরকাটা
২৩। মেঘমল্লার চলচ্চিত্রের পরিচালক কে?
ক) জাহিদুর রহমান অঞ্জন খ) গাজী রাকায়েত গ) ফরিদুর রেজা সাগর ঘ) হুমায়ূন আহমেদ
২৪। মেঘমল্লার চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকারের পুরস্কার জিতেছেন কে?
ক) সৈয়দ শামসুল হক খ) আখতারুজ্জামান ইলিয়াস গ) ইমদাদুল হক মিলন ঘ) গাজী রাকায়েত
২৫। রেইনকোট গল্পটির লেখক-
ক) হুমায়ূন আহমেদ খ) আনিসুল হক গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
২৬। রেইনকোট গল্পটি-
ক) মুক্তিযুদ্ধভিত্তিক খ) সামাজিক গ) ঐতিহাসিক ঘ) কোনটি না
২৭। আইসিসির নতুন চেয়ারম্যান কে?
ক) জহির আব্বাস খ) শশাঙ্ক মনোহর গ) নাজমুল হাসান ঘ) অ্যালান আইজ্যাক
২৮। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে অভিশংসিত ও বরখাস্ত করার পক্ষে ঐ দেশটির আইনসভা রায় দিয়েছে?
ক) আর্জেন্টিনা খ) ব্রাজিল গ) চিলি ঘ) উরুগুয়ে
২৯। ফিফার সদস্যসংখ্যা বর্তমানে কতটি?
ক) ২০৮ খ) ২০৯ গ) ২১০ ঘ) ২১১
৩০। আন্তর্জাতিক পরিবার দিবস কবে?
ক) ১২ মে খ) ১৩ মে গ) ১৪মে ঘ) ১৫ মে
উ: ২১। খ ২২। খ ২৩। ক ২৪। খ ২৫। ঘ ২৬। ক ২৭। খ ২৮। খ ২৯। ঘ ৩০। ঘ
৩১। প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদমিয়া কবে জন্মগ্রহণ কবেন?
ক। ১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি খ। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি গ। ১৯৪৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঘ। ১৯৪০ সালের ১৬ ফেব্রুয়ারি
৩২। ড.ওয়াজেদ মিয়া কবে মৃত্যুবরণ করেন?
ক। ২০০৭ সালের ৯মে খ। ২০০৮ সালের ৯মে গ। ২০০৯ সালের ৯মে ঘ। ২০১০ সালের ৯মে
৩৩। বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে?
ক। ৩৭ খ। ৩৮ গ। ৩৯ ঘ। ৪০
৩৪। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় হচ্ছে?
ক। শাহজাদপুরে খ। শিলাইদল গ। পতিসর ঘ। কোনটি নয়
৩৫। বাংলাদেশের মোট উপজেলা কয়টি?
ক। ৪৮৯ খ। ৪৯০ গ। ৪৮৮ ঘ। ৪৮৭
৩৬। বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি?
ক। কর্ণফুলী খ। উসমানীনগর গ। গুইমারা ঘ। কোনটি নয়
৩৭। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
ক। ৫মে খ। ৬মে গ। ৭মে ঘ। ৮মে
৩৮। অ্যানিমিয়া কি?
ক। রক্তে অক্সিজেন স্বল্পতা খ। রক্তে লবণ স্বল্পতা গ। রক্তের প্লাটিলেট কমে যাওয়া ঘ। কোনটি না
৩৯। লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে?
ক। সাদিক খান খ। মোহাম্মদ আসিফ গ। সেলিম খান ঘ। সাবিকা খান
৪০। কোন দেশ মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে?
ক। গ্রিস খ। ইরাক গ। জিম্বাবুয়ে ঘ। ব্রাজিল
উ: ৩১। খ ৩২। গ ৩৩। খ ৩৪। ক ৩৫। খ (কর্ণফুলীসহ) ৩৬। ক ৩৭। ঘ ৩৮। ক ৩৯। ক ৪০। গ
৪১) মহাকর্ষ তরঙ্গ শনাক্তের জন্য পদার্থবিজ্ঞানের বিশেষ পুরস্কার ব্রেকথ্রু পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কোন দুই বিজ্ঞানী?
ক) সেলিম শাহরিয়ার ও সোমক চৌধুরী খ) সোমক চৌধুরী ও সঞ্জিত মিত্র গ) সঞ্জিত মিত্র ও দীপঙ্কর তালুকদার ঘ) সেলিম শাহরিয়ার ও দীপঙ্কর তালুকদার
৪২) সম্প্রতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষর হয়?
ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়
৪৩) আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দল?
ক) ভারত খ) অস্ট্রেলিয়া গ) নিউজিল্যান্ড ঘ) দক্ষিণ আফ্রিকা
৪৪) আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৭ম খ) ৮ম গ) ৯ম ঘ) ১০ম
৪৫) ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত তম?
ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম
৪৬) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
ক) শ্রীলঙ্কা খ) মালদ্বীপ গ) ভারত ঘ) ভুটান
৪৭) মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) বাংলাদেশ খ) নেপাল গ) ভারত ঘ) শ্রীলঙ্কা
৪৮) বিশ্ব ব্যাংকের মতে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কত হবে?
ক) ৫.৮ শতাংশ খ) ৬.৮ শতাংশ গ) ৫.৯ শতাংশ ঘ) ৬.৯ শতাংশ
৪৯) ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে কোন ক্লাব?
ক) ম্যানচেস্টার ইউনাইটেড খ) টটেনহ্যাম হটস্পার গ) লেস্টার সিটি ঘ) ম্যানচেস্টার সিটি
৫০) পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?
ক) মালদ্বীপ খ) মিয়ানমার গ) বলিভিয়া ঘ) ভ্যাটিকান সিটি
উত্তর: ৪১। ঘ ৪২। খ ৪৩। খ ৪৪। ক ৪৫। ঘ ৪৬। খ ৪৭। ক ৪৮। খ ৪৯। গ ৫০। ক
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ