Studypress News
সমসাময়িক বিশ্ব (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
09 Feb 2017
১. যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে?
উ: মাইক পেন্স
২. যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উ: রেক্স টিলারসন
৩. যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী কে?
উ: জেমস ম্যাটিস
৪. ২০১৬’র বর্ষসেরা নারী ফুটবলার কে?
উ: কার্লি লয়েড
৫. ডট বাংলা ডোমেইন উদ্বোধন করা হয় কবে?
উ: ৩১ ডিসেম্বর ২০১৬
৬. IMAFT কি?
উ: Islamic Military Alliance to Fight Terrorism সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট। এর সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত। IMAFT এর কমান্ডার ইন চিফ জেনারেল রাহিল শরিফ (পাকিস্তান)।
৭. ফটো শেয়ারিং ওয়েবসাইট কোনটি?
উ: পিন্টারেস্ট
৮. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিতব্য দ্বিতীয় বইয়ের নাম কি?
উ: কারাগারের রোজনামচা
৯. বর্তমানে বাংলাদেশের নাগরিক অভিবাসী হিসেবে কতটি দেশে কাজ করছে?
উ: ১৬১টি দেশে
১০. দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে?
উ: পাবনায়
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।