Studypress News

যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট সমলিংগ বা সমকামী বিয়ের বৈধতা প্রদান

30 Jun 2015

গত ২৬ জুন,২০১৫ তারিখে যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট সমলিংগ বা সমকামী বিয়ের বৈধতা প্রদান করে।বিচারকদের দ্বিধা-বিভক্ত রায়ে ৫-৪ ব্যবধানে সমকামী বিয়ে বৈধতা পায়। রুলিংটি দেন বিচারক আন্থনি কেনেডি । এর পূর্বে আমেরিকার ৫০ টি অংগ রাজ্যের ৩৭ টি তে সমকামী বিয়ে বৈধ ছিল। কোর্ট অধিকার বিলের অনুমোদন দেন এবং এতে ১৪ তম অধ্যাদেশ যুক্ত করেন।বর্তমানে  আমেরিকাতে  প্রায় ৩ লক্ষ ৯০ হাজার সমকামী যুগল রয়েছে। রঙধনুর পতাকা সমকামীদের গর্বের পতাকা। এলজিবিটি- অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের গর্বের পতাকা। এলজিবিটি কমিউনিটির বৈচিত্রময়তাই এই নানা রঙের সমাহারে প্রকাশ পায়। সমকামীদের অধিকারের প্রশ্নেও উত্তোলিত হয় এই পতাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাংশের এর উৎপত্তি হলেও এখন তা বিশ্বময় প্রচলিত।