Studypress News
যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট সমলিংগ বা সমকামী বিয়ের বৈধতা প্রদান
30 Jun 2015

গত ২৬ জুন,২০১৫ তারিখে যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্ট সমলিংগ বা সমকামী বিয়ের বৈধতা প্রদান করে।বিচারকদের দ্বিধা-বিভক্ত রায়ে ৫-৪ ব্যবধানে সমকামী বিয়ে বৈধতা পায়। রুলিংটি দেন বিচারক আন্থনি কেনেডি । এর পূর্বে আমেরিকার ৫০ টি অংগ রাজ্যের ৩৭ টি তে সমকামী বিয়ে বৈধ ছিল। কোর্ট অধিকার বিলের অনুমোদন দেন এবং এতে ১৪ তম অধ্যাদেশ যুক্ত করেন।বর্তমানে আমেরিকাতে প্রায় ৩ লক্ষ ৯০ হাজার সমকামী যুগল রয়েছে। রঙধনুর পতাকা সমকামীদের গর্বের পতাকা। এলজিবিটি- অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের গর্বের পতাকা। এলজিবিটি কমিউনিটির বৈচিত্রময়তাই এই নানা রঙের সমাহারে প্রকাশ পায়। সমকামীদের অধিকারের প্রশ্নেও উত্তোলিত হয় এই পতাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাংশের এর উৎপত্তি হলেও এখন তা বিশ্বময় প্রচলিত।
Important News

Highlight of the week
