Studypress News

৩৬তম বিসিএস: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০ জন

07 Feb 2017

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য ডাক পাচ্ছেন ৫ হাজার ৯৯০ জন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। বিস্তারিত সূচি পরে জানানো হবে। টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে লিখিত পরীক্ষার ফল জানা যাবে। ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গতবছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন দুই লাখ ১১ হাজার ৩২৬ জন। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী।

৩৬তম বিসিএস পরীক্ষার ফলাফল: