Studypress News
৩৮তম বিসিএস প্রিলি কোর্স: নমুনা প্রশ্ন (বাংলাদেশ বিষয়াবলি, উত্তরসহ)
06 Feb 2017
বাংলাদেশ বিষয়াবলি ৩০
১. ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়েছিল কত সালে?
২. ‘ঢাকা গেট’ কে নির্মাণ করেন?
৩. বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
৪. ইবনে বতুতা কার রাজত্বকালে বাংলায় এসেছিলেন?
৫. দেশবাচক ‘বাংলা’ শব্দ সর্বপ্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়?
৬. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
৭. আউশ ধান রোপন করা হয় কবে?
৮. বর্ণালী ও শুভ্রা কি?
৯. বাংলাদেশের কৃষিদিবস কবে?
১০. বাংলাদেশ অর্থনৈতিক সীক্ষা ২০১৬ অনুযায়ী সাক্ষরতার হার কত?
১১. ওয়ানগালা কাদের উৎসব?
১২. পুঞ্জি কি?
১৩. বাংলাদেশে ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটের আকার কত?
১৪. VGF এর পূর্ণরূপ কি?
১৫. বাংলাদেশের বৈদেশিক অনুদান কোথায় ব্যয় হয়?
১৬. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
১৭. চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
১৮. উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
১৯. সুশীল সমাজ হলো-
২০. বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম কি?
২১. গণতন্ত্রের মূলমন্ত্র কি?
২২. জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকতা কে?
২৩. জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার কে?
২৪. বাংলাদেশের জাতীয় সংসদ?
২৫. বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোথায় অবস্থিত?
২৬. দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
২৭. কোন দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে?
২৮. জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি?
২৯. লালবাগ কেল্লার আদি নাম কি?
৩০. জগদ্দল বিহার কোথায় অবস্থিত?
উত্তর:
১. ১৬১০ সালে ২. মীর জুমলা ৩. ২৩ জুন ১৯৪৯ ৪. ফখরুদ্দিন মুবারক শাহ ৫. আইন-ই-আকবরী ৬. পুণ্ড্র ৭. জুলাই-আগস্ট মাসে ৮. উন্নতমানের ভুট্টা ৯. পহেলা অগ্রহায়ণ ১০. ৬২.৩% ১১. গারোদের ১২. খাসিয়াদের গ্রাম ১৩. ৩,৪০,৬০৫ কোটি টাকা ১৪. Vulnerable Group Feeding ১৫. বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১৬. ৪টি ১৭. ৩৯নং অনুচ্ছেদে ১৮. দ্বাদশ ১৯. উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ২০. দলীয় শাসনব্যবস্থা ২১. পরমসহিষ্ণুতা ২২. স্পিকার ২৩. ড. শিরীন শারমিন চৌধুরী ২৪.
এক কক্ষবিশিষ্ট ২৫. জামালপুরে (যমুনা সারখানা) ২৬. উত্তরা, নীলফামারী
২৭. যুক্তরাষ্ট্র ২৮. ইসমত জাহান ২৯. আওরঙ্গবাদ দুর্গ ৩০. নওগাঁ জেলায়
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।