Studypress News
Asian Infrastructure Investment Bank (AIIB) প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর
01 Jul 2015
৫০ টি দেশের কূটনীতিকগণ গত ২৯ জুন,২০১৫ সালে চায়না প্রস্তাবিত Asian Infrastructure Investment Bank (AIIB) প্রতিষ্ঠার লক্ষ্যে ৬০ অনুচ্ছেদ বিশিষ্ট একটি চুক্তি স্বাক্ষর করেন।
অস্ট্রেলিয়া সর্ব প্রথম চীনের রাজধানী বেইজিং এ এই চুক্তি স্বাক্ষর করে। তবে প্রতিষ্ঠাকালীন ৫৭ টি দেশের সদস্যের মধ্যে ডেনমার্ক, কুয়েত, মালেশিয়া, ফিলিপাইন, হল্যান্ড,থাইল্যান্ড এবং সাউথ আফ্রিকা এতে স্বাক্ষর করেনি। এর মোট মূলধন হচ্ছে ১০০ বিলিয়ন ইউ এস ডলার। এবং সদস্য রাষ্ট্র গুলো মোট মূলধনের ৭৫ শতাংশ পর্যন্ত এখানে প্রদান করতে পারবে।
চীন ২৯.৭৮ মিলিয়ন ইউএস ডলার প্রদানের মাধ্যমে ব্যাংকটির সর্বোচ্চ শেয়ার এর মালিক হয়েছে।ব্যাঙ্কটি ২০১৫ সালের শেষ নাগাদ চালু হবার কথা আছে। বাংলাদেশ ও AIIB এর একটি সদস্য।