Studypress News
NSI AD ২০১৭ প্রশ্ন ও সমাধান (পূর্ণাঙ্গ)
04 Feb 2017
সাধারণ জ্ঞান:
#সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
উ: মঙ্গল শোভাযাত্রা
# বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
উ: রাজশাহী
# বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
উ: ৩৫০টি
# বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উ: ২৬ মার্চ
# বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র
# বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উ: সিয়েরা লিয়ন
#সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
উ: পাবনা
# খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উ: সিলেট
# নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উ: ৬.১৫ কি.মি
# বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উ: রাঙ্গামাটি
# বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
# মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
উ: ২০১৫
# দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে...এর উপর।
উ: শিক্ষা ব্যবস্থা
# বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জংগিবাদ
# শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উ: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
# বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত?
উ: ২৭
# ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
উ: টিপিপি মাইন্যাস ১
# ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া
# আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
# ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
উ: লিও
# ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
# ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
# AU কোন মহাদেশের সংগঠন?
উ: আফ্রিকা
# NATO এর সদর দপ্তর কোথায়?
উ: বেলজিয়াম
# সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উ: ইন্দোনেশিয়া
# গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?
উ: কিউবা
# দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?
উ: পানামা খাল
# এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উ: নেপাল
# টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?
উ:২০১৬ থেকে ২০৩০
# বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?
উ: জার্মানি
# জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উ: মশা
# সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উ: বুধ
# GMT মানে কি?
উ: Greenwich Mean Time
# নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
উ: পরমাণু শক্তি
# নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উ: মহাকাশ গবেষণা
# সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উ: মরোক্কোর মারাক্কেশে
# বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উ: ভারত
বাংলা
# বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল ?
উঃ ধ্বনি,শব্দ,বাক্য
# “গরল” শব্দের বিপরীত শব্দ কি ?
উঃ অমৃত
# "এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ?
উঃ বিশেষ্য
#“ অচেনা” কোন সমাস ?
উঃ তৎপুরুষ
#“গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি ?
উঃ অপাদান কারকে শূন্য
# কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
উঃ পদ্মভূষণ
# “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ
# লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি ?
উঃ কবিরাজ
# নির্ভুল বানান কোনটি ?
উঃ মুহুর্মুহু
# বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে ?
উঃ চন্দ্রাবতী
# ওমর খৈয়াম কোন দেশের কবি ?
উঃ কোনটিই নয়।
# চেটে খাওয়ার যোগ্য?
উঃ লেহ্য
# সন্ধি বিচ্ছেদ পুরস্কার
উ: পুরঃ+কার
# চোখের বালি এর অর্থ
উ: শত্রু
# কৃতঘ্ন অর্থ
উ: যে উপকারীর অপকার করে
# চক্ষু দ্বারা গৃহীত
উ: চাক্ষুষ
# মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি –
উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
# বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থান
উ: রংপুর
# যা স্থায়ী নয়
উ: অস্থায়ী
# আমানত অর্থ
উ: গচ্ছিত।
English
# There is no alternative... training.
Ans: to
# Cricket is a very exciting game.+transform this sentence into exclamatory one)
Ans: What an exciting game cricket is!
# Choose the correct sentence.
Ans:One of my friends is a lawyer.
# Othello is a Shakespeare's play about....
Ans: A Moor
# "To do away with"means....
Ans: To get rid of
# He talked as if he.... everything.
Ans: Had known
# Which one is correct?
Ans:You,he and I are present.
# What type of noun is "Kindness"?
Ans:Abstract
# Which one is the correct spelling?
Ans:Cigarette
#"Green House " effect is the cause of.....
Ans: Gradual rise of temperature
# While he....along the road, a snake bit him.
Ans: Was walking
# Nobel prize is considered the highest honour,.... can be achieved in certain fields of work.
Ans:That
# Emperor Akbar...,was a son of Humayun.
Ans: great ruler
.
# I cut myself,here 'myself 'is a/an
Ans:Reflexive pronoun
# Which one is not an example of comparative degree?
Ans:Worst /Highest
# It is you who....to blame.
Ans: are
# Which one is a masculine gender?
Ans: Ox
# What is the synonym of ' competent '?
Ans: capable
# I wish if I.....a cricketer.
Ans:were
# Shakespeare is known mostly for his....
Ans:Drama
কম্পিউটার
# All the mathematical and logical calculations performed by the computer is done by its
উত্তরঃ D. CPU
# Records are composed of ____ such as name, address and phone number.
উত্তরঃ A. Fields
# A barcode reader emits?
উত্তরঃ C. Lights
# USB stands for?
উত্তরঃ C. Universal Serial Bus
# Wi-Fi means?
উত্তরঃ B. Wireless Fidelity
# Which of the following is not a web browser?
উত্তরঃ D. Portal
# কম্পিউটারের জনক কে?
উত্তরঃ গ। ব্যাবেজ
# মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট কি?
উত্তরঃ গ। ব্রডব্যান্ড
# কম্পিউটারে ইন্টারনেট সনযোগ এর জন্য কি প্রয়োজন?
উত্তর: গ। মডেম
#“কম্পিউটার মেমরী” বলতে কি বুঝি?
উত্তরঃ খ। তথ্য সংগ্রহের স্থান
#পিতার বয়স পুত্রের অপেক্ষা ২ বছর বেশি, পিতার বয়স ৬২ হলে পুত্রের কত?
উত্তরঃ
# কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিল?
উত্তরঃ গ। ৫৮৯
# দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
উত্তরঃ ঘ। ৭২
# চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ায় একজন ব্যক্তি চালের ব্যাবহার এমনভাবে কমালো যেন খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যাবহার শতকরা কত কমালেন?
উত্তরঃ
# দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮ , সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২ঃ৩। সংখ্যা দুইটি কি কি?
উত্তরঃ ঘ। ১০ এবং ১৬
# x + 1/x = √3 হলে x3 + 1/ x3 এর মান কত?
উত্তরঃ গ। 0
# X > Y এবং XY < 0 হলে নীচের কোনটি ঋনাত্মক হবে?
উত্তরঃ খ। Y
# ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ক। ১২ সেমি
# বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তরঃ খ। ২২/৭
# √2 কোন ধরনের সংখ্যা?
উত্তরঃ খ। অমূলদ
# শতকরা বার্ষিক যে হারে কোন মুলধন ৬ বছরে সুদে মূলে দিগুণ হয়, সেই হারে কত টাকা সুদেমূলে ৪ বছরে ২০৫০ টাকা হবে?
উত্তরঃ
# একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটী কর্ন ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তরঃ খ। ১০ সেমি
# X4 - x2 +1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
উত্তরঃ ক। ১
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।