Studypress News

NSI AD ২০১৭ (গণিত ও কম্পিউটার)

03 Feb 2017

  1. All the mathematical and logical calculations performed by the computer is done by its

উত্তরঃ D. CPU

  1. Records are composed of ____ such as name, address and phone number.

উত্তরঃ A. Fields

  1. A barcode reader emits?

উত্তরঃ C. Lights

  1. USB stands for?

উত্তরঃ C. Universal Serial Bus

  1. Wi-Fi means?

উত্তরঃ B. Wireless Fidelity

  1. Which of the following is not a web browser?

উত্তরঃ D. Portal

  1. কম্পিউটারের জনক কে?

উত্তরঃ গ। ব্যাবেজ

  1. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট কি?

উত্তরঃ গ। ব্রডব্যান্ড

  1. কম্পিউটারে ইন্টারনেট সনযোগ এর জন্য কি প্রয়োজন?

উত্তরঃ গ। মডেম

  1. “কম্পিউটার মেমরী” বলতে কি বুঝি?

উত্তরঃ খ। তথ্য সংগ্রহের স্থান

  1. পিতার বয়স পুত্রের অপেক্ষা ২ বছর বেশি, পিতার বয়স ৬২ হলে পুত্রের কত?

উত্তরঃ

  1. কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিল?

উত্তরঃ গ। ৫৮৯

  1. দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?

উত্তরঃ ঘ। ৭২

  1. চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ায় একজন ব্যক্তি চালের ব্যাবহার এমনভাবে কমালো যেন খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যাবহার শতকরা কত কমালেন?

উত্তরঃ

  1. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮ , সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২ঃ৩। সংখ্যা দুইটি কি কি?

উত্তরঃ ঘ। ১০ এবং ১৬

  1. x + 1/x = 3 হলে x3 + 1/ x3 এর মান কত?

উত্তরঃ গ। 0

  1. X > Y এবং XY < 0 হলে নীচের কোনটি ঋনাত্মক হবে?

উত্তরঃ খ। Y

  1. ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ক। ১২ সেমি

  1. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

উত্তরঃ খ। ২২/৭

  1. √2 কোন ধরনের সংখ্যা?

উত্তরঃ খ। অমূলদ

  1. শতকরা বার্ষিক যে হারে কোন মুলধন ৬ বছরে সুদে মূলে দিগুণ হয়, সেই হারে কত টাকা সুদেমূলে ৪ বছরে ২০৫০ টাকা হবে?

উত্তরঃ

  1. একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটী কর্ন ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?

উত্তরঃ খ। ১০ সেমি

  1. X4 - x2 +1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?

উত্তরঃ ক। ১

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।