Studypress News
NSI AD ২০১৭ (গণিত ও কম্পিউটার)
03 Feb 2017
-
All the mathematical and logical calculations performed by the computer is done by its
উত্তরঃ D. CPU
-
Records are composed of ____ such as name, address and phone number.
উত্তরঃ A. Fields
-
A barcode reader emits?
উত্তরঃ C. Lights
-
USB stands for?
উত্তরঃ C. Universal Serial Bus
-
Wi-Fi means?
উত্তরঃ B. Wireless Fidelity
-
Which of the following is not a web browser?
উত্তরঃ D. Portal
-
কম্পিউটারের জনক কে?
উত্তরঃ গ। ব্যাবেজ
-
মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট কি?
উত্তরঃ গ। ব্রডব্যান্ড
-
কম্পিউটারে ইন্টারনেট সনযোগ এর জন্য কি প্রয়োজন?
উত্তরঃ গ। মডেম
-
“কম্পিউটার মেমরী” বলতে কি বুঝি?
উত্তরঃ খ। তথ্য সংগ্রহের স্থান
-
পিতার বয়স পুত্রের অপেক্ষা ২ বছর বেশি, পিতার বয়স ৬২ হলে পুত্রের কত?
উত্তরঃ
-
কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিল?
উত্তরঃ গ। ৫৮৯
-
দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
উত্তরঃ ঘ। ৭২
-
চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ায় একজন ব্যক্তি চালের ব্যাবহার এমনভাবে কমালো যেন খরচ অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যাবহার শতকরা কত কমালেন?
উত্তরঃ
-
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮ , সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২ঃ৩। সংখ্যা দুইটি কি কি?
উত্তরঃ ঘ। ১০ এবং ১৬
-
x + 1/x = √3 হলে x3 + 1/ x3 এর মান কত?
উত্তরঃ গ। 0
-
X > Y এবং XY < 0 হলে নীচের কোনটি ঋনাত্মক হবে?
উত্তরঃ খ। Y
-
১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ক। ১২ সেমি
-
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তরঃ খ। ২২/৭
-
√2 কোন ধরনের সংখ্যা?
উত্তরঃ খ। অমূলদ
-
শতকরা বার্ষিক যে হারে কোন মুলধন ৬ বছরে সুদে মূলে দিগুণ হয়, সেই হারে কত টাকা সুদেমূলে ৪ বছরে ২০৫০ টাকা হবে?
উত্তরঃ
-
একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটী কর্ন ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তরঃ খ। ১০ সেমি
-
X4 - x2 +1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
উত্তরঃ ক। ১
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।