Studypress News

NSI AD ২০১৭ (সাধারণ জ্ঞান)

03 Feb 2017

বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?

উ: যুক্তরাষ্ট্র

বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?

উ: সিয়েরা লিয়ন

সুচিত্রা সেনের পৈত্রিক নিবাস কোথায়?

পাবনা

সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?

উ: মঙ্গল শোভাযাত্রা

বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?

উ: ৩৫০টি

বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উ: ২৬ মার্চ

খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

উ: সিলেট

নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?

উ: ৬.১৫ কি.মি

বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?

উ: রাঙ্গামাটি

বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
দক্ষিণ এশিয়া

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?

২০১৫

আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া

ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া

নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?

ই: মহাকাশ গবেষণা

GMT মানে কি?

উ: Greenwich Mean Time

ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?

উ: সঠিক উত্তর লিও

ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?

উ: ইরাক ও সিরিয়া

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?

উ: ২০ জানুয়ারি ২০১৭

AU কোন মহাদেশের সংগঠন?

উ: আফ্রিকা

NATO এর সদর দপ্তর কোথায়?

বেলজিয়াম

সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?

উ: বুধ

বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

উ: রাজশাহী

সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?

উ: ইন্দোনেশিয়া

 

গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?

উ: কিউবা

দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?

উ: পানামা খাল

এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

 

উ: নেপাল
নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?

 

উ: পরমাণু শক্তি

জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?

উ: মশা

টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?

উ: ২০১৬ থেকে ২০৩০

 

বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?

 

উ: জার্মানি

ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?

উ: টিপিপি মাইন্যাস ১

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।