Studypress News
NSI AD ২০১৫ প্রশ্ন ও সমাধান
02 Feb 2017
১। আইনের দৃষ্টিতে সবাই সমান -- সংবিধানে অনুচ্ছেদ
উ: ২৭
২। ১ম সংবিধান সংশোধন হয়
উ: ১৯৭৩
৩। বর্তমানে মাথাপিছু আয়
উ: ১৩১৪মার্কিন ডলার (বর্তমানে ১৪৬৫ ডলার)
৪। সীমান্ত চুক্তি বিল ভারতের লোকসভায় পাশ হয়
উ: ৭মে ২০১৫।
৫। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ব মধ্যম দেশে হিসেবে স্বীকৃতি দেয়
উ: ১জুলাই ২০১৫।
৬। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য
উ: ১৩৬
৭। ৬দফার ১ম দফা
উ: প্রাদেশিক স্বায়ত্বশাসন
৮। সংবিধান কার্যকর হয়
উ: ১৯৭২।
৯। বাংলাদেশের ১ম মন্ত্রিসভা গঠন হয়
উ: ১০ এপ্রিল , ১৯৭১।
১০। অর্থনেতিক সমীক্ষা-২০১৫ এ বাংলাদেশের দারিদ্র্যের হার
উ: ৩১.৫ %।
১১। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর
উ: নারায়ন গঞ্জ
১২।জাতীয় সংসদের ১নং আসন
উ: পঞ্চগড় ।
১৩। ১ম জাতীয় নির্বাচন
উ: ৭মার্চ ১৯৭৩।
১৪। মুক্তিযুদ্ধের সেক্টর
উ: ১১টি
১৫। বাংলাদেশ কোন উৎস থেকে বেশি রাজস্ব আয় করে
উ: মূল্য সংযোজন কর
১৬। কোন নদী বাংলাদেশে উতপত্তি হয়ে বঙ্গপসাগরে পতিত হয়েছে
উ: হালদা
আন্তর্জাতিক
১। GATT কখন থেকে WTO হয় ?
উ: সঠিক উত্তর নেই
২। ইন্টারপোলের সদর দপ্তর
উ: লিও
৩। দীর্ঘতম নদী
উ: নীলনদ
৪। সিরডাপের সদর দপ্তর
উ: ঢাকা
৫। কোন সম্মেলনে গ্রীন ক্লাইমেড ফা্নড গঠনের সিদ্ধান্ত হয়
উ: কানকুন
৬। ২০১৪সালের বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
উ: ফুলেকো
৭। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নিয়োগ দেওযা হয়
উ: নিরাপত্তা পরিষদের
৮। আইএমএফ কার্যক্রম শুরু করে
উ: সঠিক উত্তর নাই । ১৯৪৭ সালে কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
৯। এফবিআই এর প্রধান কে
উ: জেমস বি কমি
১০। ২০১৫সালে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ হন
উ: শেখ হাসিনা
১১।কেপলার-৪৫২ বি কি?
উ: পৃথিবীর মতই একটি গ্রহ
১২। ব্যবসার বিশ্লেষক ফার্ম আই এইচ এস র বিশ্লেষণে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ
উ: সৌদি আরব
১৩। ২০১৫সালে চিকিতসা বিজ্ঞানে নোবেল পাননি
উ: জন ও কেফি।
১৪। Economist Intelligent Unit -2015 ব্যয় বহুল শহর কোন টি?
উ: ১৩১টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।
English
Who is called poet of Beauty
Ans: John Keats
2. Which century was the Victorian period
Ans: 19th
3. A little learning is a dangerous thing -- is Quatation from
Ans: Alexander Pope
4. Which is the superlative degree of Bad
Ans: worst
5. Let him be told to go. change the voice
Ans: Tell him to go
6. children like to watch science --- movies.
Ans: fiction
7.the Synonym of Probity is
Ans: honesty
8. The Antonym of Eminent
Ans: unknown
9. The world diabetic is
Ans: both noun and adjective
10. The Profession of teaching is known as
Ans: Pedagogy
বাংলা
১। বাংলা গদ্যের জনক কে?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২।বাংলা আধুনিক সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে
উ: মাইকেল মধুসূদন দত্ত
৩। ওরা আমার মুখেরভাষা কাইরা নিতে চায় ... গানটি রচয়িতা কে?
উ: আ: লতিফ।
৪। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?
উ: বধির্ষ্ণু
৫। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে।
উ: সোনার তরী
৬। কাজী নজরুল ইসলামকে কত সালে স্বপরিবারে বাংলাদেশে আনা হয
উ: ২৪ মে, ১৯৭২। ।
৭। রাজার দুয়ারে হাতি বাঁধা । দুয়ারে কোন কারক
উ: অধিকরণ কারক
৮। বাক্যের মৌলিক উপাদান কোনটি
উ: শব্দ
৯। স্বরবর্ণে অর্ধমাত্রা
উ: ১টি।
১০। Sub-concious অর্থ কি?
উ: অবচেতন ।
সাধারণ জ্ঞান
১।২০১৫সালে সার্ক সাহিত্য পুরুস্কার পান
উ: সেলিনা হোসেন
২। একটি বাড়ি একটি খামার প্রকল্প শুরু হয়
উ: ১৯৯৬।
৩। বাংলা একাডেমি প্রদত্ত রবীন্দ্র পুরুস্কার -২০১৫ পান
উ: সনতকুমার সাহা ও সাদি মহম্মদ
৪। হালদা ভেলি কোথায়
উ: খাগড়াছড়ি
৫। মুহাম্মদ (স:) চলিচ্চিত্রটির পরিচালক
উ: মাজিদি মাজিদি
৬। ওয়ান গালা কাদের উত্সব
উ: গারো
৭।৬৭-পি কি?
উ: ধূমকেতু।
৮। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ক বে
উ: ১৫ সে:
৯। কোন দিনগুলোতে দিনরাত্রি সমান
উ: ২১ মার্চ , ২৩ সে:
১০। জলবায়ু শীর্ষ সম্মেলন -২০১৫ অনুষ্ঠিত হবে
উ: প্যারিস
১১। ক্রিকেট, ক্যাপ্টেনসি , কন্ট্রোভার্সি -- কার লেখা
উ: সৌরভ গাঙ্গুলি
১২। ঐতিহ্যবাহী লিঙ্কন হাউস কোথায় অবস্থিত
উ: মুম্বাই
১৩। নয় কুড়ি ছয় কুড়ি বিল নামে পরিচিত কোনটি?
উ: টাঙ্গুয়ার
১৪। নারিক-১ কি?
উ:খরা সহিষ্ণু ধান
১৫। মতস্য সংরক্ষণ আইনে কত সে,মি এর ছোট ইলিশ মাছ ধরা দন্ডনীয় অপরাধ ?
উ:২৫ সে.মি ।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।