Studypress News
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর প্রথম রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম
14 Jun 2015
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রথম রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।তিনি এই বছরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক ছিলেন।এতদিন সুপ্রিম কোর্টের দুই বিভাগের দাফতরিক কর্মকাণ্ড দেখভালের জন্য রেজিস্ট্রারের একটি পদ ছিল। উচ্চ আদালতের প্রশাসনিক কাজে গতি আনতে প্রধান বিচারপতি হাইকোর্ট ও আপিল বিভাগের জন্য আলাদা রেজিস্ট্রার এবং একজন রেজিস্ট্রার জেনারেল রাখার প্রস্তাব করেন।