Studypress News

ডেইলি স্টার এডিটরিয়ালের অনুবাদ: ১ ফেব্রুয়ারি, ২০১৭

01 Feb 2017

Editorial(Daily Star)

01/02/17

Word--              Meaning

Draft                  খসড়া

Amendments     সংশোধনী

Incite                প্ররোচনা দেওয়া

Cognisance       আমলে নেওয়া

Ample                বিশাল

Perpetrators         দোষী

The Dowry Prohibition Act-2017

Effectiveness depends on enforcement

The Cabinet has approved in principle the draft of “The Dowry Prohibition Act-2017”. It incorporates the earlier Dowry Prohibition Act, 1980 and subsequent amendments. The Act lays down 14 years' rigorous imprisonment along with fines for any individual or individuals who incite any girl to commit suicide over dowry. It has a provision also for a life-term of 12 years for hurting a woman over dowry. That the government has taken cognisance of the fact that dowry is a serious social malady that needs to be tackled with legislation is welcome.

 

However, as pointed out by legal minds, most of what has been proposed in the new Act is already in place under different laws. But it is good that all issues have been brought under a single Act. That said, Bangladesh is a country that has ample laws on paper. It is the lack of enforcement of existing laws that have been the problem. It is our hope that those responsible for upholding the law will utilise this upcoming Act to go after the perpetrators of dowry-related violence.

 

The incorporation of imprisonment and financial penalty, if applied to the full extent of the law should help reduce the thousands of incidents of dowry related violence we are forced to witness every year in both rural and urban Bangladesh. The time is ripe to deliver the message that women cannot be maltreated over dowry that demanding dowry is illegal and only time will tell if the Act is being utilised as it was intended to.

 

যৌতুক নিষিদ্ধ আইন ২০১৭

প্রয়োগের উপর নির্ভর করে কার্যকারিতা

মন্ত্রীসভা নীতিগত ভাবে “যৌতুক নিষিদ্ধ আইন-২০১৭”  এর খসরা অনুমোদন করেন। এটি পূর্বের যৌতুক বিরোধো আইন ও তার পরবর্তী সংশোধন গুলোর সাথে একীভূত করে তৈরি করা হয়েছে। আইন অনুযায়ী কোন ব্যাক্তি কিংবা ব্যাক্তিবর্গকে ১৪ বছরের কঠোর সাজা ও জরিমানা করা হবেযদি তারা কোন্ মেয়েকে যৌতুকের জন্য আত্মহত্যা করতে প্ররোচিত করে। তার সাথে কোন নারীকে  আঘাত করলে ১২ বছরের যাবজ্জীবন  এটা প্রসংশনীয়  যে সরকার যৌতুককে সামাজিক ব্যাধি হিসেবে আমলে নিয়েছে যা আইন দ্বারা রুখে দাঁড়ানো দরকার। .

যাই হোক,  আইনজ্ঞদের মতে, নতুন আইনে যা প্রস্তাব করা হয়েছে তা ইতোমধ্যেই বিভিন্ন আইনের মাধ্যমে বলবত রয়েছে।  কিন্তু এটা ভাল যে,  সকল বিষয়কে একটি আইনের আওতায় আনা হয়েছে।  বলা হয় যে, বাংলাদেশে শুধু কাগজে কলমে বড় বড় আইন রয়েছে।  বিদ্যমান আইনের প্রয়োগের অভাবই প্রধান সমস্যা।  আমরা আশা করি যে আইন প্রয়োগকারীরা যৌতুক সংক্রান্ত সহিংসতাকারীদের  রুখে দেয়ার জন্য আইন ব্যাবহার করবে।

জেল ও জরিমানা একীভুত করে, যদি এর পূর্ণ প্রয়োগ চালানো যায় তাহলে যৌতুক সংক্রান্ত হাজারো ঘটনা যা  আমরা প্রতি বছর শহরে ও গ্রামে দেখতে পাই তা কমে যাবে।  এটাই উপযুক্ত সময় নারীদের কাছে বার্তা পৌছে দেবার যে, নারীদের যৌতুকের জন্য নির্যাতন করা যাবে না কেননা যৌতুক চাওয়া বেআইনি এবং সময়ই বলে দিবে যে আইনের প্রয়োগ হচ্ছে কিনা যেভাবে হওয়ার কথা ছিল।

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।