Studypress News
ট্রাম্পের আদেশের বিরোধিতা করায় অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
01 Feb 2017

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অভিবাসন বিষয়ক নির্দেশনা ও নিষেধাজ্ঞার বিরোধীতা করে বরখাস্ত হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস। স্যালি প্রেসিডেন্ট ওবামার সময়ে নিয়োগ পেয়েছিলেন।সম্প্রতি শরণার্থী কর্মসূচি চার মাসের জন্য স্থগিত এবং সাতটি মুসলিম দেশের নাগরিকদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেয়া ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকরে বিচার বিভাগকে নিষেধ করেছিলেন ফেডারেল সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা ইয়েটস।
ইয়েটসের জায়গায় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভার্জিনিয়ার অ্যাটর্নি ডানা বোয়েন্তেকে।
Important News

Highlight of the week
