Studypress News
সমসাময়িক (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ৫০টি প্রশ্ন (উত্তরসহ)
31 Jan 2017
১. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্র্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন-
উ: ২০ জানুয়ারি, ২০১৭
২. থাইল্যান্ডের নতুন রাজা কে?
উ: যুবরাজ মহা ভাজিরালংকর্ন
৩. সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উ: ১২৩তম
৪. অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)
৫. ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার?
উ: জোয়ান বায়েজ
৬. ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?
উ: শ্রীনাথ রাঘভন।
৭. মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কে?
উ: ভ্লাদিমির পুতিন
৮. কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘তিন মা-বাবার সন্তান’ জন্ম দেওয়ার প্রক্রিয়াকে অনুমোদন দেয়-
উ: যুক্তরাজ্য
৯. বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?
উ: প্রায় ২ লাখ ১৫ হাজার।
১০. আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
উ: মোস্তাফিজুর রহমান।
১১. দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উ: ২৮ ডিসেম্বর, ২০১৬
১২. আপটায় নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে?
উ: মঙ্গোলিয়া
১৩. সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?
উ: জন্মান্ধ রমজান
১৪. বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?
উ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
১৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে ঋণ দেবে?
উ: রাশিয়া
১৬. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান?
উ: ১০৬তম
১৭. প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কবে?
উ: ২৮ সেপ্টেম্বর
১৮. সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবে মারা যান?
উ: ২৮ সেপ্টেম্বর
১৯. অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?
উ: ১২১তম
২০. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয় কেন?
উ: নারীর ক্ষতায়নের জন্য
২১. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়?
উ: কানাডার
২২. ‘আলাপন’ কি?
উ: সরকারি কর্মকর্তাদের অ্যাপ
২৩. ইসমাইল কারিমভ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উ: উজবেকিস্তান
২৪. সীমান্ত ব্যাংক বাংলাদেশের কততম তফসিলি ব্যাংক?
উ: ৫৭তম
২৫. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?
উ: ৮টি
২৬. গত অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র
২৭. ত্রিপুরার আমাবাসা থেকে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ এনে ঢাকায় সমাহিত করা হয়?
উ: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের
২৮. ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?
উ: পল বিটি
২৯. বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে কত?
উ: ১৪৬৫ ডলার
৩০. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
উ: জাবিভকা
৩১. ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
উ: সিরিয়া
৩২. পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
উ: ১৬ কোটি ১০ লাখ
৩৩. কিগালি কোন দেশের রাজধানী?
উ: রুয়ান্ডা
৩৪. হুতি বিদ্রোহী সংগঠন কোন দেশের?
উ: ইয়েমেনের
৩৫. বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মতে সব উন্নয়নের ভিত্তি কি?
উ: সুশাসন
৩৬. পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস কোনটি?
উ: ২০১৬ সালের সেপ্টেম্বর মাস
৩৭. কয়টি দেশকে উঠতি অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে?
উ: ১১
৩৮. শিশুপুষ্টি খাতে বাংলাদেশকে বাড়তি কত ডলার দেবে বিশ্বব্যাংক?
উ: ১০০ কোটি
৩৫. ওয়াগ্যা পোয়ে কোন জনগোষ্ঠীর উৎসব?
উ: মারমা
৩৬. টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী, কত সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার কথা রয়েছে?
উ: ২০৩০ সাল
৩৭. বিশ্বব্যাংক ২০১৬ সালের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কোথায় পালন করে?
উ: বাংলাদেশে
৩৮. চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কবে বাংলাদেশ সফরে আসেন?
উ: ১৪ অক্টোবর, ২০১৬
৩৯. জাতীয় পরিচয়পত্রে (স্মার্ট কার্ড) কয়টি সেবা পাওয়া যাবে?
উ: ২২টি
৪০. বাংলাদেশের শততম ওডিআই জয়টি আসে কোন দলের বিপক্ষে?
উ: আফগানিস্তানের বিপক্ষে
৪১. লেদা ও কুতুপালং কি?
উ: অনিবন্ধিত রোহিঙ্গা শিবির
৪২. দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত শিল্পাঞ্চল কোথায় হচ্ছে?
উ: নাটোরে
৪৩. ২০১৫ সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ কত?
উ: ২২৩.৬০ কোটি মার্কিন ডলার
৪৪. কিউবার নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
উ: ২৫ নভেম্বর, ২০১৬
৪৫. বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে পর্তুগালের বর্ষসেরা নারীর পুরস্কার জিতেছেন কে?
উ: মারিয়া কনসেইসাও
৪৬. ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কি?
উ: বাংলাদেশের কেনা সাবমেরিনের নাম
৪৭. জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: মরক্কোর মারাক্কেশে
৪৮. প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
উ: ৫ নভেম্বর, ২০১৬
৪৯. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint comprehensive plan of Action নামে পরিচিত তা সই হয়-
উ: ১৪ জুলাই ২০১৫
৫০. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
উ: ভারত ও নেপাল
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।