Studypress News

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৭: নাদালকে হারিয়ে চ্যাম্পিয়ন ফেদেরার

30 Jan 2017

রোববার মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জিতেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে ৩৫ বছর বয়সী ফেদেরারের এটি পঞ্চম, সবমিলিয়ে অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ফেদেরারই ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় যিনি চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে পাঁচবার করে চ্যাম্পিয়ন হলেন। এদিকে, ভেনাস উইলিয়ামসকে হারিয়ে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এটি সেরেনার ২৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। টেনিসের উন্মুক্ত যুগে সেরেনার চেয়ে বেশি শিরোপা কেউ জিততে পারেননি। জার্মানির স্টেফি গ্রাফ জিতেছিলেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।