Studypress News

Topic: বাংলাদেশের অর্থনীতিতে জনশক্তি রপ্তানির অবদান (English to Bangla)

26 Jan 2017

এক টপিকে শিখুন ব্যাংক রিটেন পার্টের তিনটি অংশ-

১। Focus writing (english)

২। সংক্ষেপে বাংলা রচনা

৩। অনুবাদ

আমাদের আজকের বিষয়ঃ বাংলাদেশের অর্থনীতিতে জনশক্তি রপ্তানির অবদান

Today's Topic: Contribution of manpower export to the economy of Bangladesh

Manpower export from Bangladesh officially began in the year 1976. Before that a little number of workers might have found jobs abroad. But that has not been recorded in any official document.

( বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি আনুষ্ঠানিকভাবে ১৯৭৬  সালে শুরু হয় । এর আগে শ্রমিকদের সামান্য সংখ্যক  কে  বিদেশে কাজ করতে  পাওয়া যেতে পারে। কিন্তু তা কোন সরকারী নথিতে লিপিবদ্ধ হয়নি)

The Bureau of Manpower Export and Training (BMET) under the ministry of Expatriate Welfare and Overseas Employment (BMET) is the government’s lone agency for monitoring overseas employment from the country. It shows that in the first year of manpower export, only 6,008 persons left the country for finding jobs abroad.Seven Middle Eastern countries were their main destinations.The countries and number of employment in that year were Kingdom of Saudi Arabia 271, United Arab Emirates 1,987, Kuwait 143, Oman 113, Qatar 1,221 Bahrain 335 and Libya 173.The country earned only $23 million equivalent to around Tk 35 crore as remittance in the first year of manpower export business. 

(প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান (বিএমইটি) মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ (বিএমইটি) ব্যুরো দেশে   বৈদেশিক কর্মসংস্থান পর্যবেক্ষণের  সরকারী  একমাত্র সংস্থা।  এটা দেখায় যে জনশক্তি রপ্তানির প্রথম বছরে, শুধুমাত্র ৬,০০৮ জন  ব্যক্তি কাজ খোঁজার জন্য দেশ ত্যাগ করে বিদেশ যান ।  মধ্যপ্রাচ্যের সাতটি  দেশ তাদের প্রধান গন্তব্য ছিল।  দেশগুলো  এবং সে  বছর কর্মসংস্থানের সংখ্যা ছিল সৌদি আরবে ২৭১, সংযুক্ত আরব আমিরাত রাজ্য ছিল ১,৯৮৭, কুয়েতে  ১৪৩, ওমান ১১৩, কাতার ১,২২১  বাহরাইনে  335  এবং লিবিয়াতে ১৭৩। দেশের জনশক্তি রপ্তানি ব্যবসার প্রথম বছরে রেমিটেন্স  ২৩ মিলিয়ন ডলার যা টাকায় প্রায় ৩৫ লাখ টাকা আয়  করে।)

After 36 years, in 2012, the number of manpower export from the country rose to over 6 lakh in a single year fetching over $14 billion as remittance. By this time, over 80 lakh people officially went abroad for job purposes. Several lakhs more went abroad through unofficial channels.They sent back billions of dollars every year.

( ৩৬ বছর পর, ২০১২  সালে, দেশ থেকে জনশক্তি রপ্তানি সংখ্যা এক বছরে   ৬  লাখে বেড়ে গিয়েছে এবং তা  থেকে   ১৪ বিলিয়ন  ডলার আয় হয় রেমিট্যান্স হিসেবে।  এই সময় এর মধ্যে  , ৮০  লাখ মানুষ আনুষ্ঠানিকভাবে কাজের উদ্দেশ্যে  বিদেশ যান. কয়েক লাখ বেসরকারী চ্যানেলের মাধ্যমে বিদেশ যান। তারা প্রতি বছর বিলিয়ন ডলার  দেশে পাঠায় )

This growth in manpower export and flow of remittance did not happen overnight and automatically. Millions of Bangladeshi ordinary people and their hard works were behind this stunning success. Many of them went abroad by selling arable land, home-stead and other permanent properties. They worked hard and sent foreign currency for survival of their family members at home.  

( জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহের এই বৃদ্ধি  রাতারাতি এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটে নি।  লক্ষ লক্ষ  বাংলাদেশী সাধারণ মানুষ এবং তাদের কঠোর  পরিশ্রম এই অত্যাশ্চর্য সফলতার পেছনে ছিল। তাঁদের অনেকেই আবাদী জমি, বাড়ি-ঘর এবং অন্যান্য স্থায়ী সম্পদ বিক্রি করে বিদেশে যান।  তারা কঠোর পরিশ্রম করেন  এবং বাড়ীতে তাদের পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন)

These ordinary people who are not much educated are the main contributor in remittance earning of the country. They sent remittance as they left their family behind. On the other hand, the educated people who went abroad mainly to Europe-America hardly sent remittance as most of them migrated and settled there with their spouses and children.  

As a result, we see that more than seventy percent of total remittance is coming from middle-eastern countries where several million Bangladeshis live. Most of them do ordinary jobs like construction, cleaning, farming, driving and shop keeping etc.

( এই সাধারণ মানুষের যারা অনেক শিক্ষিত না  তারা দেশের রেমিটেন্স আয়ে  প্রধান অবদান রাখে। . তারা রেমিটেন্স পাঠায়  কেননা  তারা তাদের পরিবারকে পেছনে ফেলে গিয়েছে। অপরপক্ষে, শিক্ষিত মানুষ যারা প্রধানত ইউরোপ-আমেরিকা  গিয়েছে তারা  কমই রেমিটেন্স পাঠিয়েছে কেননা  তাদের অধিকাংশই চলে যায়  এবং তাদের স্ত্রী  এবং শিশুদের সঙ্গে সেখানে বসতি স্থাপন করে। ফলস্বরূপ, আমরা যে মোট রেমিটেন্স পাই তার প্রায় সত্তর শতাংশ মধ্যপ্রাচ্যের দেশ  থেকে আসছে  যেখানে কয়েক মিলিয়ন বাংলাদেশি বাস করে।  তাদের অধিকাংশই নির্মাণ, পরিষ্কার, চাষ, ড্রাইভিং এবং দোকান  দেখাশোনা ইত্যাদি সাধারণ কাজ করে থাকে। )

The country’s export-import business started rising when the expatriate workers began sending money from abroad. In 1993, the remittance earning, for the first time crossed the billion dollar marks. A total of $1009 million came as remittance in that year.The number of countries hiring Bangladeshi workers also rose to 12. The Kingdom of Saudi Arabia became top recruiters of workers from Bangladesh. In the year, it alone hired over one lakh workers from here. Recently, the reserve crossed $14 billion mark which is not uncomfortable for an underdeveloped country like Bangladesh. 

( দেশের আমদানি-রপ্তানি ব্যবসা  বাড়তে থাকে যখন প্রবাসী শ্রমিকরা  বিদেশ থেকে টাকা পাঠানো শুরু করে। ১৯৯৩  সালে, রেমিটেন্স আয়, প্রথমবারের  জন্য বিলিয়ন ডলার  ছাড়াল ১০০৯  মিলিয়ন ডলার  মোট যে বছরে রেমিটেন্স হিসেবে এসেছিল।  নিয়োগকারী দেশের সংখ্যা বেড়ে গিয়েছিল ১২ পর্যন্ত।  সৌদি আরব বাংলাদেশ থেকে সর্বাধিক  শ্রমিক  নিয়োগকারী হয়ে ওঠে। ঐ বছর এখান্থেকে প্রায় ১  লাখ কর্মী তারা নিয়োগ করে। সম্প্রতি রিজার্ভ ১৪  বিলিয়ন  ডলারে পৌছাল   যা বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশের জন্য  মোটেও অস্বস্তিকর নয় ।)

The contribution of this sector in Bangladesh economy is tremendous. The gap between export earning and payment of import bill is still very wide in Bangladesh. The remittance earning became major tool for meeting the gap. As a result, the dependence on foreign aid for maintaining balance of payment has been eased remarkably. The per capita income also rose to $923 recently from a mere $360 earlier.     With a comfortable foreign currency reserve, the government can show the courage of  taking a number of big and mega development projects like four lane highways and several kilometers long flyovers.

Otherwise, the Bangladesh economy would have still remained very weak and heavily dependent on foreign aid for implementing development projects.

(বাংলাদেশের অর্থনীতিতে এ খাতের অবদান অসাধারণ।  রপ্তানি আয় ও আমদানি বিল পরিশোধের মধ্যে পার্থক্য বাংলাদেশে খুব চওড়া এখনও। রেমিটেন্স আয় এই পার্থক্য পূরণের জন্য প্রধান হাতিয়ার হয়ে ওঠে।  ফলস্বরূপ, বিল পরিশোধে ভারসাম্য বজায় রাখার জন্য বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীলতা কমে গেছে। . মাথাপিছু আয় যা শুধুমাত্র  ৩৬০ ডলার ছিল  তা  সম্প্রতি  ১৩১৬ ডলারে দাঁড়িয়েছে. একটি সস্থিদায়ক বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে সরকার চার লেনের মহাসড়ক এবং কয়েক কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার মত বড় এবং মেগা উন্নয়ন প্রকল্প  গ্রহণের সাহস দেখাতে পারে। অন্যথা, বাংলাদেশ অর্থনীতি এখনও খুব দুর্বল এবং প্রচন্ডভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল থাকতে হত। )

Very recently since the beginning of this year the manpower export gave a nose dive. The main reason of this declining trend was attributed to a tussle between the recruiting agents and the ministry of expatriate welfare. The main objective of this agreement is to avoid high migration cost.

It is true that the manpower agents charged exorbitant fees while sending people abroad. Many people were subject to cheating and forgery while leaving the country for job purposes.

( অতি সম্প্রতি এই বছরের শুরু থেকে জনশক্তি রফতানি নিচের দিকে নামছে।  এই অধোগতির এর প্রধান কারণ রিক্রুটিং এজেন্ট এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের  মধ্যে তীব্র লড়াই ।যার মূলুদ্দেশ্য অতিরিক্ত অভিবাসন খরচ কমানো )

A large section  made their fortune through hard work and applying technicalities. So, we should not forget the contribution of the manpower agents who somehow managed to recruitment of several millions Bangladeshis abroad. Now, over one crore Bangladeshis are living in foreign lands. It is difficult to find any family in Bangladesh which do not have a member abroad.

(একটি বড় অংশ কঠোর পরিশ্রম ও প্রাযুক্তিক প্রয়োগের  মাধ্যমে তাদের ভাগ্য তৈরি করছে।  সুতরাং, আমরা জনশক্তি এজেন্ট যারা যে কোনভাবে কয়েক মিলিয়ন বিদেশে বাংলাদেশীদের নিয়োগ পরিচালনায়  অবদান রাখছে  ভুলে যাওয়া উচিত নয়।  এখন প্রায়  এক কোটি বাংলাদেশি বিদেশে বসবাস করছেন। বাংলাদেশে এমন  কোনো পরিবার খুঁজে পাওয়া কঠিন যার কোন সদস্য বিদেশ থাকেনা )

These expatriate workers and the remittance sent by them have become the backbone of our economy. Therefore, government should think of the dire consequences of any disorder in the sector.

এই প্রবাসী শ্রমিক ও তাদের দ্বারা প্রেরিত রেমিটেন্স  আমাদের অর্থনীতির মেরুদন্ড হয়ে আছে।  অতএব, সরকারের এই  খাতে কোনো গোলযোগের ভয়ানক পরিণতি চিন্তা করা উচিত।

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন,