Studypress News
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ পেলেন ৭ জন
24 Jan 2017
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ পেলেন ৭ জন
সামগ্রিক সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৬’ পাচ্ছেন সাতজন লেখক ও সাহিত্যিক।
কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে এম এ হাসান, স্মৃতিকথায় নুরজাহান বোস, শিশুসাহিত্যে রাশেদ রউফ বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন।নাটক ও বিজ্ঞানবিষয়ক লেখায় উপযুক্ত কাউকে পাওয়া যায়নি।
# বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
# বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তন করা হয়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে বছরে ২ জনকে এই পুরস্কার প্রদানের নিয়ম করা হয়। ২০০৯ খ্রিস্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ খ্রিষ্টাব্দ - এই তিনবার এই পুরস্কার দেওয়া হয়নি। (উইকিপিডিয়া)
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।