Studypress News

২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ব্যয়ের খাতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে জন প্রশাসন খাত

06 Jun 2015

২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ৪৪তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের ১৬তম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতই প্রথম অর্থমন্ত্রী যিনি ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত একনাগারে সাতটি বাজেট পেশ করছেন।এবার বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত শতাংশ।২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৮৬,৬৫৭ কোটি টাকা।এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় হবে জনপ্রশাসন খাতে। এর পরিমান ১৯ দশমিক ২ শতাংশ। এরপরেই রয়েছে দেশি-বিদেশি উৎস থেকে গৃহীত ঋণের সুদ। যার পরিমান ১১ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া- শিক্ষা ও প্রযুক্তি খাতে ১১ দশমিক ৬, পরিবহণ ও যোগাযোগখাতে ৯ দশমিক ৭, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নখাতে ৭ দশমিক ১, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬ দশমিক ৩, স্বাস্থ্য খাতে ৪ দশমিক ৩, কৃষি খাতে ৬ দশমিক ৮, প্রতিরক্ষা খাতে ৬ দশমিক ২, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৫ দশমিক ৭, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৪ দশমিক ৬, গৃহায়ণ খাতে ১, বিনোদন-সংস্কৃতি ও ধর্ম খাতে দশমিক ৮ ভাগ।