Studypress News
ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬ (সম্পূর্ণ অংশ)
23 Jan 2017
১. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কী খ. ফারসী গ. উর্দূ ঘ. খাঁটি বাংলা
উ: তুর্কী
২. ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?
ক. নির্দয় খ. অর্থের কুপ্রভাব গ. তামা থেকে উৎপন্ন বিষ ঘ. ভীষণ বিষাক্ত
উ: অর্থের কুপ্রভাব
৩. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রহসন
উ: উপন্যাস
৪. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. জলধি খ. নদী গ. সলিল ঘ. আকাশ
উ: নদী
৫. ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-
ক. লোভ খ. লিপ্সা গ. লোভী ঘ. বুভুক্ষা
উ: লিপ্সা
৬. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
ক. ৯ খ. ১০ গ. ১ ঘ.-১
উ: ১
৭. ০.১ এর বর্গমূল কত?
ক. ০.০০১ খ. ০.০০০১ গ. ০.২৫ ঘ. কোনটিই নয়
উ: ০.৩১৬
৮. যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y=?
ক. -24 খ. -2 গ. 8 ঘ. 2
উ: গ
৯. a+2ab=6 হলে ab=4 হলে 2/a+1/b=?
ক. ½ খ. 1 গ.3/2 ঘ. 2
উ: 3/(-2) (সঠিক উত্তর নেই)
১০. ১৫ ইউনিটের বিক্রয়মূল্য ২০ ইউনিটের ক্রয়মূল্যের সমান হলে বিক্রেতা কত লাভ করবে?
ক. ৩৩.৩% খ. ৩৭.৩% গ. ৪৫.৩% ঘ. ৪৮.৩%
ধরি,
২০ ইউনিটের ক্রয়মূল্য ২০ টাকা
অতএব, ১৫ মিনিটের ক্রয়মূল্য ১৫ টকা
তাহলে, প্রশ্নানুসারে ১৫ ইউনিটের বিক্রয়মূল্য ২০ টাকা
অতএব, বিক্রেতার শতকরা লাভ (২০-১৫)*১০০/১৫=৩৩.৩%
উ: ক
১১. একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বেড়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
ক. ১৪০০ খ, ১৪৫০ গ. ১৫০০ ঘ. ১৫৫০
৮% বৃদ্ধিতে বর্তমানে লোকসংখ্যা ১০৮ জন হলে পূর্বে ছিল ১০০ জন
অতএব, বর্তমানে লোকসংখ্যা ১৬২০ জন হলে পূর্বে ছিল (১০০*১৬২০)/১০৮=১৫০০ জন
উ: গ
১২. একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করতে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল?
ক. ২৪৩ টাকা খ, ২৭০ টাকা গ. ২৭৯ টাকা ঘ. ৩০০ টাকা
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ২৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০*২৭০)/৯০=৩০০ টাকা
উ: ঘ
১৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. সেলিনা রহমান ঘ. জমীম উদদীন
উ: খ
১৪. বর্তমানে যে যে নোট সরকারী মুদ্রা-
ক. ১,২ ও ৫ টাকা খ. ১,২ ও ১০ টাকা গ. ৫, ১০ ও ২০ টাকা ঘ. ১, ২ ও ১০ টাকা
উ: ক
১৫. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
ক. ১.২% খ. ১.৫% গ. ২.২% ঘ. ২.৫%
উ: ১.২%
১৬. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
ক. কুতুবদিয়া খ. সোনাদিয়া গ. জিনজিরা ঘ. নিঝুম দ্বীপ
উ: জিনজিরা
১৭. ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে?
ক. বাংলাদেশ নৌবাহিনী খ, বাংলাদেশ সেনাবাহিনী গ. বাংলাদেশ বিমানবাহিনী
উ: ক
১৮. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক. ক্যারিবিয়ান সাগর খ. ভারত মহাসাগর গ. ভূমধ্য সাগর ঘ. আরব সাগর
উ: ক
১৯. হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
ক. রোমান খ. গ্রীক গ. সিন্ধু ঘ. চৈনিক
উ: গ
২০. Six Machine কোন ক্রিকেটারের আত্নজীবনী?
ক. ক্রিস গেইল খ. শচীন টেন্ডুলকার গ. শহীদ আফ্রিদি ঘ. সাকিব আল হাসান
উ: ক
২১. ফিফা র্যাংকিং এর বর্তমান শীর্ষ দেশ?
ক. বেলজিয়াম খ. আর্জেন্টিনা গ. ব্রাজিল ঘ. জার্মানি
উ: আর্জেন্টিনা
২২. ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
উ: ক
২৩. পানামা খাল কোন মহাদেশে?
ক. এশিয়া খ. উত্তর আমেরিকা গ. দক্ষিণ আমেরিকা ঘ. আফ্রিকা
উ: খ
২৪. ভুটানের মুদ্রার নাম কি?
ক. ক্রোনা খ. রুপিয়া গ. গুলট্রাম ঘ. গোর্দি
উ: গ
25. Laugh শব্দটির Noun হচ্ছে?
Laugh
Laughing
Laughable
Laughter
Ans: Laugh
26. Which one is plural?
Physics
Ethics
Scissors
News
Ans: Scissors
27. কোনটি Reflexive Pronoun?
He
Each
Myself
Who
Ans: Myself
28. ___ is it difficult ___dispose ___ waste?
Where, to, for
Where, for, such
Why, with, in
Why, to , of
Ans: d
29. Synonym for the word ‘vigour’ -
Warmth
Courage
Boldness
Strength
Ans: d
30. Antonym for the word ‘enormous’ -
Soft
Weak
Tiny
Average
Ans: C
31. The verb form of ‘necessity’ -
Necessity
Necessiate
Necessiatise
Necessitate
Ans: d
32. Antonym for ‘bankrupt’ -
Thoughtless
Changeable
Show
Wealthy
Ans: d
33. He died ___ his country.
By
On
Of
for
Ans: d
34. An ordinance is -
A book
A law
A newspaper
A manuscript
Ans: b
35. Who is called a ‘poet of beauty’?
William Wordsworth
P. B.Shelley
John Keats
Shakespeare
Ans: c
36. ‘Out of out’ means? -
Not at all
Brave
Thoroughly
Wholeheartedly
Ans: c
37. ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ এর ইংরেজী -
Struggle this time is the struggle for liberation
This is liberation war.
This year’s fight is fight for liberation.
This year’s war is liberation war.
Ans: a
৩৮.বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণর কততম?
ক. ১০তম খ. ১১তম গ. ১২তম ঘ. ১৩তম
উ: ১১তম
৩৯.যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. Central Bank of UK খ. Reserve Bank of UK গ. Bank of London ঘ. State Bank of London
উ: সঠিক উত্তর নেই। (যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম Bank of England)
৪০.RDS এর পূর্ণরূপ কী?
ক. Rural Development Skill খ. Regional Development Scheme গ. Rural Development Scheme ঘ. কোনটিই নয়
উ: গ
৪১.বাংলাদেশের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. কুমিল্লা গ. চট্টগ্রাম ঘ. সিলেট
উ: গ
৪২.'কপর্দকহীন' অর্থ-
ক. বোকা খ. নিঃস্ব গ. অসহায় ঘ. মলিন
উ: খ
৪৩.কত bit এ ১ bite হয়?
ক. ৮ খ. ১০ গ. ১৬ ঘ. ১২
উ: ক
৪৪. RAM এর পূর্ণরূপ কী?
ক. Red Access Memory খ. Random Access Memory গ. Reading Access Memory ঘ. Reading Available Memory
উ: খ
৪৫. বাংলাদেশ ও মিয়ানমার কোন যদি দ্বারা বিভক্ত?
ক. নাফ খ. কর্ণফুলী গ. নবগঙ্গা ঘ. ভাগিরথী
উ: ক
৪৬.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নাই?
ক. বান্দরবান খ. শিবগঞ্জ গ. পঞ্চগড় ঘ. দিনাজপুর
উ: ক
৪৭. বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা কত?
ক. ২ কোটির বেশি খ. ৪ কোটির বেশি গ. ৫ কোটির বেশি ঘ. ৬ কোটির বেশি
উ: ঘ
৪৮. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-
ক. ১২৬৬ মার্কিন ডলার খ. ১৩৬২ মার্কিন ডলার গ. ১৪৬৬ মার্কিন ডলার ঘ. ১৬৪৪ মার্কিন ডলার
উ: গ (বর্তমানে মাথাপিছু আয় ১৪৬৫ মার্কিন ডলার)
৪৯.২০১৬-২০১৭ সালের প্রস্তাবিত বাজেট কত টাকা?
ক. ২,৪০,৬০৫ কোটি খ. ৩,৪০,৬০৫ কোটি গ. ৪,৪০,৬০৫ কোটি ঘ. ৫,৪০,৬০৫ কোটি
উ: খ
৫০. ১৩তম OIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. আংকারা খ.জেদ্দা গ. ইস্তাম্বুল ঘ. কায়রো
উ: গ
৫১. আল-কুরআনের অপর নাম
- কিতাবুল্লাহ///হুদা///ফোরকান///@@সব ক'টি
৫২.যাকাত বন্টনের খাত কয়টি?
৭টি///@@৮টি///৬টি///৫টি
৫৩.কোন নবীর আমল থেকে হজ্জের প্রচলন হয়? মুহাম্মদ সা:///ইয়াকুব আঃ///@@ইব্রাহীম আঃ///ঈসা আঃ
৫৪.বিদায় হজ্জ্ব কত সালে অনুষ্ঠিত হয়? ৬২২ খ্রীষ্টাব্দে///৬২৪ খ্রীষ্টাব্দে///৬২৮ খ্রীষ্টাব্দে///@@৬৩২ খ্রীষ্টাব্দে
৫৫.মহানবী সা.-এর হিজরতের পূর্বে মুসলিমদের একটি দল কোথায় হিজরত করেছিল? মদীনায়///@@আবিসিনিয়ায়///তায়েফে///সিরিয়ায়
৫৬. সিহাহ সিত্তাহ কী? রাসূলের জীবনী///@@৬টি বিশুদ্ধ হাদীসগ্রন্থ///কুরআনের সূরা///কোনটিই নয়
৫৭. কুরআনের বর্ণনা অনুযায়ী মুসা আঃ-এর লাঠি কিসের আকৃতি ধারণ করেছিল? বাঘ///@@সাপ///রশি///কোনটিই নয়
৫৮. পবিত্র কুরআনের হরকতযুক্ত করেন কে? মহানবী সাঃ///@@হাজ্জাজ বিন ইউসুফ///উমর ইবনে আব্দুল আজিজ///হযরত উসমান রাঃ
৫৯. 'যুননাকাতাইন' কার উপাধি? ফাতিমা রাঃ///আয়েশা রাঃ///@@আসমা রাঃ///জয়নব বিনতে জাহাশ রাঃ
৬০.'উম্মুল কুরা' হল-
মা হাফসা রাঃ-এর উপাধি///আরবের একটি বেদুইন গোত্র///@@মক্কা নগরীর অপর নাম///একটি কূপের নাম
৬১.হিজরী সন কতদিনে? ৩৬০///৩৬৫///@@৩৫৪///৩২৪
৬২.পৃথিবীর সর্ব প্রাচীন মসজিদ কোনটি? @@কাবা শরীফ///বায়তুল মাকদাস///মসজিদে কুবা///মসজিদে নামেরাহ
৬৩.জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায়ের চেয়ে কত গুণ বেশি সাওয়াব পাওয়া যায়? দশগুণ///সত্তর গুণ///@@সাতাশ গুণ///একশ গুণ
৬৪.রাসূল সাঃ কোন মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন এবং নির্মাণ কাজে অংশ নেন? @@মসজিদে নববী///মসজিদে জুল কিবলাতাইন///মসজিদে কুবা///মসজিদে নামেরাহ
৬৫.'সহীহাইন' হচ্ছে- মুসলিম ও আবু দাউদ///@@বুখারী ও মুসলিম///মসজিদে কুবা///মসজিদে নামিরাহ
৬৬.জান্নাতুল বাক্বী কী? @@মদিনার একটি কবরস্থান///মক্কার একটি স্থান///মক্কার মসজিদ///একটি জান্নাতের নাম
৬৭. হজ্জ্ব কত প্রকার? ২///@@৩//৫///৭
৬৮. বৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম- জিব্রাঈল আঃ///ইস্রাফিল আঃ///@@মিকাইল আঃ///আজরাইল আঃ
৬৯.সালাতের নিষিদ্ধ সময় কয়টি? ২টি///@@৩টি///৪টি///৫টি
৭০. কোনটি সালাতের ফরজ নয়? @@রুকু থেকে সোজা হওয়া///কেরাত পড়া///তাকবীরে তাহরীমা বলা///তাশাহুদ পড়া
৭১.শরীয়াহ শব্দের অর্থ কী? বিধি-বিধান///আত্মসমর্পণ///আইন///@@A ও C
৭২.হাদীসে কুদসী অর্থ কী? যে হাদীসের মূল কথা ও ভাষা রাসূল সাঃ এর///@@যে হাদীসের মূল কথা আল্লাহর ও ভাষা রাসূল সাঃ-এর///যে হাদীসের মূল কথা ও ভাষা আল্লাহর///এর কোনটিই নয়
৭৩. 'মাহরাম' কী? @@যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ///যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ নয়///হজ্জের সময় পরিধেয় সাদা কাপড় বিশেষ///কোনটিই নয়
৭৪.কোনটি যাকাত যোগ্য সম্পদ নয়? @@গবাদী পশু///ব্যবসায়ের পণ্য///শেয়ার, বন্ড///কারখানা যন্ত্রপাতি
৭৫. 'মোস্তফা রচিত' এর লেখক কে? গোলাম মোস্তফা///@@আকরাম খাঁ///শিবলী মো'মানী///ইবনে হিশাম
৭৬. কায়সার ও কিসরা কী? আরবের দুটি সম্প্রদায়///রোমান ও পারস্য সম্রাটের উপাধি///মদিনায় অবস্থিত মসজিদ///@@কোনটিই নয়
৭৭.'আসাদুল্লাহ' কার উপাধি? @@আলী রাঃ///খালিদ বিন ওয়ালিদ রাঃ///হামযা রাঃ///জাফর বিন আবী তালিব রাঃ
৭৮. আল-কুরআনে প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা আলাক///@@সূরা ফাতিহা///সূরা বাকারা///সূরা ইখলাস
৭৯.যে সম্মানিত ফেরেস্তাগণ মানুষের আমল লিপিবদ্ধ করেন তাদেরকে কুরআনে কী বলে সম্বোধন করা হয়েছে? মুনকার নাকীর///মিকাইল ও জিব্রাঈল///@@কিরামান কাতেবীন///মারুফ ও মুনকার
৮০. নিম্নের কে যাকাতের হকদার নয়? প্রতিবেশী///ভাই///স্ত্রী///@@B ও C
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার