Studypress News
শীঘ্রই আসছে কৃষি ব্যাংকের "অফিসার" পদে দুই ধাপে নিয়োগ পরীক্ষা
22 Jan 2017

শীঘ্রই বাংলাদেশ কৃষি ব্যাংকের "অফিসার" পদে দুই ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য দুই ধাপে পরীক্ষা হবে।
-প্রথম ধাপে MCQ পরীক্ষা হবে একই দিনে দুই সেশনে একই ধরণের দুইটি ভিন্ন প্রশ্নপত্রে।
-MCQ থেকে বাছাই করা হবে ৮০০০ জন (কম/বেশি) পরবর্তী ধাপে নেয়া হবে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে ২০০ নাম্বারের ২ ঘন্টা ব্যাপী।
-সম্প্রতি ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা গ্রহনকারী প্রতিষ্ঠানের দরপত্র আহবানের বিজ্ঞপ্তি থেকে এটি ধারনা করা যায়।
---------------------------------
সামনে বাংলাদেশ ব্যাংকের BSC-এর অধীনে জনতা, অগ্রণী, রুপালী, সোনালিসহ রাষ্ট্রয়ত্ব অন্যান্য ব্যাংকের পরীক্ষা আসতেছে.........।
এখনি শুরু করে দিন ব্যাংক জবের প্রস্তুতি।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Signup Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
******কোর্সটি সম্পূর্ণ অন-লাইন ভিত্তিক।
বিস্তারিত জানতে কল করুনঃ 01917-777021
Important News

Highlight of the week
