Studypress News
কৃষি ব্যাংক 'সিঃ অফিসার' (Bangla Part) সমাধানঃ
21 Jan 2017
Bangladesh Krishi Bank Sr. Officer-2017
BANGLA: 20
1. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ
পূর্বাহ্ন///মধ্যাহ্ন///সন্ধ্যা///Ans: গোধূলি
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?
পত+অঞ্জলি=পতঞ্জলি///অন্তঃ+লিন=অন্তর্লীন///Ans:ষট+আনন=ষড়ানন///তথা+এবত=তথৈবত
৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
তুর্কী///Ans:পর্তুগিজ///ওলন্দাজ///ফারসি
৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?
প্রশ্নবোধক চিহ্ন///Ans: বিস্ময় চিহ্ন///দাঁড়ি///ড্যাশ
৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Ans: অধিকরণে ২য়া///অপাধানে ২য়া///করণে ৭মী///কর্মে ৫ম
৬. ‘অসুখ’ কোন সমাস?
কর্মধারয়///তৎপুরুষ///অব্যয়ীভাব///Ans: বহুব্রীহি
৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?
কষ্টের উপর আরো কষ্ট///দুরারোগ্য ব্যাধি///Ans:বুড়োর ভীমরতি///বুড়োর যৌবনপ্রাপ্তি
৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
পাকজনাবেষু///শ্রদ্ধাস্পদ///পাকজনাব///Ans:স্নেহাসম্পদ
৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
বিদ্রোহী///অগ্রপথিক///কান্ডারী হুশিয়ার///Ans: আনদন্দময়ীর আগমনে
১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?
সৈয়দ মুজতবা আলী///মুনীর চৌধুরী///Ans: শহীদুল্লাহ কায়সার///শওকত ওসমান
১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ
যামিনী, আত্মা///Ans:বিভাবরী, শীর্ণ///নিশীথ, হৃদয়///রজনী, অনুগ্রহ
১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
ইলিয়াস শাহ্///Ans:আকবর///বিজয় সেন///লক্ষণ সেন
১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?
Ans:রাত///শিকারী///চাঁদ///আলোক বর্তিকা
১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-
সদালাপ///অর্থহীন কথা///সংক্ষিপ্ত আলোচনা///Ans:সৌভাগ্য
১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ
কেউ না কিন্তু বোকাই ঠিক///বোকাকে ঠিক ভাবলেই ভুল///বোকার স্বর্গে বাস///Ans:ভুল মানুষেরই হয়
১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
দুরাকাঙ্খা, বাল্মীকী, মূর্হুমুহু///দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার///Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ///শিহরণ, মিথস্ক্রিয়া, ব্যভিচার
১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?
রবীন্দ্রনাথ ঠাকুর///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়///বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী///Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়///যতীনমোহন বাগচী///মোহিতলাল
১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
সংশপ্তক///ক্রীতদাসের হাসি///চিলেকোঠার সেপাই///Ans:একটি কালো মেয়ের কথা
২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
মণিকাঞ্চন যোগ///সোনায় সোহাগা///Ans:আদায়- কাঁচকলায়///আমদুধে
---------------------------------------------------------
সামনে বাংলাদেশ ব্যাংকের BSC-এর অধীনে জনতা, অগ্রণী, রুপালী, সোনালিসহ রাষ্ট্রয়ত্ব অন্যান্য ব্যাংকের পরীক্ষা আসতেছে.........।
এখনি শুরু করে দিন ব্যাংক জবের প্রস্তুতি।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Signup Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
বিস্তারিত জানতে কল করুনঃ 01917-777021