Studypress News
এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
10 Aug 2014

২০১৪ সালের ১০ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির নেতা রজব তাইয়্যেব এরদোগান। তিনি পেয়েছেন শতকরা ৫২.১ ভাগ ভোট। এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী একমালুদ্দিন এহসানওগ্লু পেয়েছেন ৩৮.৮ ভাগ ভোট। অন্যদিকে, কুর্দি রাজনীতিক ৪১ বছর বয়সী সেলাহাত্তিন দেমিরতাস ভোট পেয়েছেন মাত্র ৯.১ ভাগ। তিনি তুরস্কের ১২ তম প্রেসিডেন্ট। তিনি ২০০৩-২০১৪ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
Important News

Highlight of the week
