Studypress News

বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন (English to Bangla)

18 Jan 2017

এক টপিকে শিখুন ব্যাংক রিটেন পার্টের তিনটি অংশ-

১। Focus writing (english)

২। সংক্ষেপে বাংলা রচনা

৩। অনুবাদ

আমাদের আজকের বিষয়ঃ বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন

Topic: Global Warming and Climate Change

Climate change, also called global warming, refers to the rise in average surface temperatures on Earth. 

জলবায়ু পরিবর্তন যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নামেও পরিচিত, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়।

An overwhelming scientific consensus maintains that climate change is due primarily to the human use of fossil fuels, which releases carbon dioxide and other greenhouse gases into the air.

সংখ্যাগরিষ্ঠ বৈজ্ঞানিক ঐক্যমত্য হল জলবায়ু পরিবর্তনের মূল কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেটি বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নি:সরণ করে। 

The gases trap heat within the atmosphere, which can have a range of effects on ecosystems, including rising sea levels, severe weather events, and droughts that render landscapes more susceptible to wildfires.

এই গ্যাসগুলো বায়ুমন্ডলে তাপমাত্রা বৃদ্ধি করে, যেটি বাস্ত্তসংস্থানের উপর নানাবিধ প্রভাব বিস্তার করে যার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং খরা যা প্রকৃতিতে দাবানলের সম্ভাবনাকে জোরালো করে।

The facts on global warming and human health in world climate change you should know:

বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে যেসব সত্য আমাদের সকলের জানা প্রয়োজনঃ

1. Melting glaciers due to global warming adversely affect human health. Statistics show that the rate at which glaciers in the Arctic Circle are melting has seen a considerable increase in recent years. The figures show that the melting rate between the years 2000-2010 is currently 3 times higher than the rate witnessed in 1980 to 1990. The increased rate due to rising temperatures has led to flooding thereby endangering human life.

১) বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ গলে যাবার কারণে মানব শরীর এবং পরিবেশ এর উপর বিরূপ প্রভাব পরছে। পরিসংখ্যানে দেখা যায় যে, সাম্প্রতিক সময়ে সুমেরুবৃত্ত এবং এর আশে পাশের বরফ গলে যাবার হার খুব দ্রুত হারে বেড়ে গেছে। পরিসংখ্যানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরফ গলার এই হার ১৯৮০ থেকে ১৯৯০ সালের তুলনায় ২০০০-২০১০ সালে ৩ গুন বৃদ্ধি পেয়েছে। এর পিছনে দায়ী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, এবং এরই ফলশ্রুতিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে অনেক দেশের জনবসতির জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

2. Global warming has caused irregular weather patterns. The weather pattern of the 21st century is rapidly changing when compared to recorded patterns from two decades ago. The irregular weather pattern is being experienced globally and its effects on plant and human health include increased rainfall which affects the delicate balance that plants need to survive and grow. These irregularities also lead to animal migration and with scarce food resources, humans in certain regions — East and West Africa — will experience health problems due to climate change.

২) বৈশ্বিক উষ্ণায়নের এর ফলে আমরা বর্তমানে আবহাওয়ার অসামাঞ্জস্যতা দেখতে পাচ্ছি। দুই দশক আগের তুলনায় বর্তমানে ২১ শতকের আবহাওয়া খুব দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন কোন নির্দিষ্ট দেশে কিনবা অঞ্চলে নয়, সমগ্র বিশ্বে হয়েছে এবং এর ফলে সৃষ্ট দুর্যোগের মধ্যে অন্যতম হচ্ছে অধিবৃষ্টি - যা উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ভারসাম্য বিনষ্ট করছে। এইসকল অসামাঞ্জস্যর কারণে পশুরা অভিপ্রয়াণ এর দিকে যাচ্ছে এবং খাদ্যের অভাব দেখা দেওয়ার কারণে কিছু কিছু অঞ্চলের মানুষও অভিপ্রয়াণ করতে বাধ্য হচ্ছে। পূর্ব এবং পশ্চিম আফ্রিকা এই জলবায়ু পরিবর্তন এর কারণে বিরাট স্বাস্থ্য সমস্যায় পতিত হয়েছে এবং সামনে আরো হবে।

3. Global warming has led to extreme heat and droughts in diverse regions of the earth. The effects of global warming vary from region to region but through this variance, statistics show that earth is currently experiencing a 1-2% increases in its overall temperature. The World Health Organization has previously stated that the safety threshold is a 2% increase and anything above that will be disastrous to human health. As of today, extreme heat kills approximately 30,000 people yearly in the developed world while in sub-Saharan Africa approximately 20 million people do not have access to water due to droughts.

৩) বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রা এবং খরা দেখা দিয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব অঞ্চলভেদে একেক জায়গায় একেক রকম পরিলক্ষিত হলেও পরিসংখ্যানের হিসেবে পৃথিবীতে বর্তমানে সামগ্রিক তাপমাত্রার ১-২% বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বঘোষিত তথ্য অনুযায়ী, তাপমাত্রার ২% বৃদ্ধি হচ্ছে আমাদের নিরাপত্তা সীমা। এর বেশি হলেই তা হবে মানব স্বাস্থ্যের জন্য ভয়াবহ। আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, চরম তাপমাত্রার কারণে প্রতিবছর উন্নত বিশ্বে প্রায় ৩০০০০ লোক মারা যাচ্ছে। অন্যদিকে সাব-সাহারার মরুভূমি অঞ্চলে প্রায় ২০ মিলিয়ন লোক পর্যাপ্ত পানি পায় না খরার কারণে।

4. Global warming creates more natural disasters. Data from WHO shows that the number of deaths caused by natural disasters in the 21st century has more than tripled the numbers experienced in the 20th century circa 1950 to be precise. This increase is directly proportional to the increase in global warming currently been witnessed today. Sadly, natural disasters have accounted for approximately 60,000 yearly in more developed regions of the world.

৪) বৈশ্বিক উষ্ণায়নের কারণে বেশি প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিংশ শতাব্দীত্র ১৯৫০ সালের হিসেবের তুলনায় ২১ শতকে প্রাকৃতিক দূর্যোগের কারণে ৩ গুনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। বর্তমানে আমরা যে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ করছি তার সাথে এই মৃত্যুর হার সরাসরি সমানুপাতিক। দুঃখজনক হলেও সত্য যে, প্রাকৃতিক দূর্যোগের কারণে উন্নত দেশগুলোতেও বছরে ৬০০০০ এর বেশি লোক মারা যায়।

5. Global warming creates an enabling environment that spreads infections. The increased temperature and flooding caused by climate change are slowly turning the earth into a breeding ground for diseases and infections both in the developed and developing world. Statistics show that regular floods enable the spread of waterborne diseases such as cholera and river blindness. Disease carrying mosquitoes are also a by-product of these flooded environments and these factors work together in reducing the quality of human health globally.

৫) বৈশ্বিক উষ্ণায়নের ফলে এমন একটি পরিবেশ তৈরী হয় যাতে রোগজীবাণু খুব সহজে ছড়াতে পারে। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি এবং তার ফলশ্রুতিতে সৃষ্ট বন্যা ধীরে ধীরে এই বিশ্বকে রোগজীবাণুদের জন্য আঁতুড়ঘরে পরিণত করেছে, উন্নত কিনবা অনুন্নত সব দেশেই এর প্রভাব পড়েছে। পরিসংখ্যান বলছে, নিয়মিত বন্যা হলে পানিবাহিত রোগ যেমন কলেরা এবং রিভার ব্লাইন্ডনেস (অঙ্কোসেরসিয়াসিস) এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সেই সাথে মশাবাহিত রোগবালাইও এই বন্যার কারণে সৃষ্ট হয়। এই সকল কারণগুলো একত্রে মানব স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি তৈরী করেছে।

6. Global warming puts the ‘fire’ in wildfires. although wildfires are unpredictable occurrence, the increased dryness, temperature and carbon dioxide in the air due to global warming and climate change serve as natural fuels for wildfires. Global warming has led to a direct increase in the number of wildfires occurring each year and these fires last longer and cause more damage due to the earth’s changing climate.

৬) দাবানলের মত ভয়াবহ দূর্যোগের কারণ বৈশ্বিক উষ্ণায়ন। যদিও দাবানল পুরোপুরি অনিশ্চিত ঘটনা, তবুও তাপমাত্রা, খরাভাব, কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ বৃদ্ধি বৈশ্বিক উষ্ণায়ন তৈরী করছে, এবং এর ফলে জলবায়ু পরিবর্তিত হয়ে দাবানলের সৃষ্টিতে সাহায্য করছে। প্রতি বছর ঘটে যাওয়া দাবানলের পিছনে বৈশ্বিক উষ্ণায়ন সরাসরি দায়ী এবং এইসব দাবানল অনেক বেশি সময় স্থায়ী হচ্ছে এবং বিশ্বের জলবায়ুর পরিবর্তন এর কারণে বেশি ক্ষতি করছে।

7. Global warming acidifies the ocean. Ocean acidification occurs when the world’s oceans absolve more carbon dioxide than is needed to balance its ecosystem. This excess carbon dioxide then breaks down into carbonic acid which neutralizes the normal alkalinity of the ocean. The fall out of ocean acidification on human health is unavoidable due to the fact that 70% of humans have around the oceans. This affects human body badly, even the animals can’t save themselves from this.

৭) বৈশ্বিক উষ্ণায়ন ফলে সমুদ্রের পানির অম্লত্ব বৃদ্ধি পায়। এই ঘটনা তখনি ঘটে যখন সমুদ্র তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। এই অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড কার্বনিক এসিডে পরিণত হয় এবং পানির স্বাভাবিক নিরপেক্ষ অবস্থা পরিবর্তন করে দেয়। পানির অম্লত্ব বৃদ্ধি পাবার ফলাফল আমরা এড়াতে পারি না কোনভাবেই কারণ আমাদের পৃথিবীর ৭০% পানি দিয়ে বেষ্টিত। এর ফলে মানব শরীরে মারাত্মক ক্ষতি হয়, পশু পাখিও এই ক্ষতি এড়াতে পারে না।

8. Global warming threatens our future health conditions. Statistics show that the earth’s temperature is set to increase by 3-4% on a yearly basis by 2030. This number which is above the 2% threshold will lead to adverse effects on the ecosystem that could cause approximately 250,000 deaths per year. A breakdown of this analysis put the projected death rate due to heat strokes at 38,000, diarrhea at 48,000, Malaria at 60,000 and malnutrition at 95,000.

৮) আমাদের ভবিষ্যত প্রজন্ম এবং আমাদের স্বাস্থ্য বৈশ্বিক উষ্ণায়ন এর কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন। পরিসংখ্যান মতে, ২০৩০ সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা ৩-৪% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২% এর বেশি তাপমাত্রা বৃদ্ধি পেলেই আমাদের বাস্তুসংস্থান এর অপূরণীয় ক্ষতিসাধন হবে যার কারণে প্রতি বছর ২,৫০,০০০ লোকের মৃত্যু হতে পারে। এই হিসেবকে আরো বিশ্লেষণ করে পাওয়া যায়, প্রতি বছর হিট স্ট্রোক এর কারণে ৩৮০০০, ডায়রিয়াতে ৪৮০০০, ম্যালেরিয়াতে ৬০০০০ এবং পুষ্টিহীনতায় ৯৫০০০ মারা যেতে পারে।

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন,