Studypress News
Topic: Role of Banks in economic development (English to Bangla)
17 Jan 2017
এক টপিকে শিখুন ব্যাংক রিটেন পার্টের তিনটি অংশ-
১। Focus writing (english)
২। সংক্ষেপে বাংলা রচনা
৩। অনুবাদ
আমাদের আজকের বিষয়ঃ অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা
Topic: Role of Banks in economic development
Banks play a very useful and crucial role in the economic life of every nation. They have control over a large part of the supply of money in circulation, and they can influence the nature and character of production in any country. In order to study the economic significance of banks, we have to review the general and important functions of banks.
অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা:
প্রতিটা জাতির অর্থনৈতিক উন্নতিতে ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দেশের বাণিজ্যতে অর্থের যোগানের প্রায় পুরোটাই ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে, ফলে ব্যাংক যে কোন দেশের মোট উৎপাদনের উপায় এবং প্রকৃতির উপর প্রভাব ফেলতে পারে। অর্থনীতিতে ব্যাংকের গুরুত্ব এবং ভূমিকা বুঝতে হলে আমাদেরকে তাদের সাধারণ এবং গুরুত্বপূর্ণ কার্যাবলীসমূহ খতিয়ে দেখতে হবে।
1) Removing the deficiency of capital formation:
In any economy, economic development is not possible unless there is an adequate degree of capital accumulation (or) formation. Deficiency of capital formation is the result of low saving made by the community. The serious capital deficiency in developing economies is reflected in small amount of capital equipment per worker and the limited knowledge, training and scientific advance. At this juncture, banks play a useful role. Banks stimulate saving and investment to remove this deficiency. A sound banking system mobilizes small savings of the community and makes them available for investment in productive enterprises. The important implications of this activity include Banks mobilise deposits by offering attractive rates of interest and thus convert savings into active capital. Otherwise that amount would have remained idle.
Banks distribute these savings through loans among productive enterprises which are helpful in nation building.
It facilitates the optimum utilization of the financial resources of the community.
১) পুঁজি গঠনের অভাব দূরীকরণ:
যে কোন অর্থনীতি তে, পর্যাপ্ত পরিমাণ পুঁজি না থাকলে কিংবা মূলধন গঠন করা না গেলে উন্নয়ন সম্ভব নয়। কোন গোষ্ঠীর সঞ্চয় এর পরিমাণ কমে যাবার পিছনে মূলত দায়ী পুঁজি গঠনের অভাব। উন্নয়নশীল অর্থনীতি তে পুঁজির প্রবল ঘাটতি থাকলে পেশাদারিদের যন্ত্রপাতি, সীমিত জ্ঞান, প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক অগ্রসরে উপর এর প্রভাব প্রবল ভাবে পরিলক্ষিত হয়। এর সন্ধিক্ষণে ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক সঞ্চয় এবং বিনিয়োগকে চাঙ্গা করে এই ঘাটতি দূর করে। ভাল ব্যাংকিং সিস্টেম সমাজের আপাত ছোট ছোট সঞ্চয়গুলোকে সচল করে এবং উৎপাদনশীল উদ্দোগের জন্য এই প্রাপ্ত সঞ্চয়কে ব্যাবহার করে। এই গুরুত্বপূর্ণ গতিবিধি সঠিকভাবে সম্পাদন করতে ব্যাংক আকর্ষনীয় হারে সুদ প্রদান করে আমানত গ্রহণ করে এবং সেই অর্থকে কার্যকর মূলধনে রূপান্তর করে সচল করে। অন্যথায় এই অর্থ বেকার পরে থাকত।
ব্যাংক চড়া সুদে বিভিন্ন উৎপাদনশীল উদ্দোক্তাকে এই অর্থ ঋণ দিয়ে সাহায্য করে যা জাতির উন্নতিতে সাহায্য করে।
সমাজের আর্থিক সম্পদের সর্বোত্তম ব্যবহার করাকে ব্যাংক সহজ করে দেয়।
2) Provision of finance and credit:
Banks are very important sources of finance and credit for industry and trade. It is observed that credit is the lubricant of all commerce and trade. Hence, banks become nerve centers of all trade activities and therefore commerce and trade could function in the presence of sound banking system.
The banks cover foreign trade transactions also. Big banks also undertake foreign exchange business. They help in concluding deferred payments, arrangements between the domestic industrial undertakings and foreign firms to enable the former import machinery and other essential equipment.
২) অর্থ ও ঋণের সংস্থান:
ব্যাংক শিল্প এবং বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অর্থ ও ঋণের একটি খুবই গুরুত্বপূর্ণ উৎস। এটা দেখা গেছে যে, ব্যাবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে ঋণ চালিকাশক্তি হিসেবে কাজ করে। ফলে, ভাল মানের ব্যাংকিং ব্যাবস্থা দেশে বিদ্যমান থাকলে ব্যাংক সকল বাণিজ্য ও কারবারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ব্যাংক বৈদেশিক বাণিজ্যের লেনদেনও নিয়ন্ত্রণ করে। বড় ব্যাংক গুলো বৈদেশিক বাণিজ্যের দায়িত্বও গ্রহণ করে। বিলম্বিত লেনদেন এর হিসেব শেষ করা, দেশীয় শিল্প উদ্যোগ ও বিদেশী সংস্থাগুলোর মাঝে যন্ত্রপাতি আমদানি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ লেনদেন এর মাধ্যমে ব্যাংকগুলো সাহায্য করে।
3) Extension of the size of the market:
Commercial bankers help commerce and industry in yet another way. With the sound banking system, it is possible for commerce and industry for extending their field of operation. Commercial banks act as an intermediary between buyers and the sellers. Goods are supplied on bank guarantees, making it viable for industry and commerce to cultivate and locate markets for their products. The risks are undertaken by the bank. When the risks have been set free by the banks, the industry can look forward to derive economies of the large size of the market.
৩) দেশীয় বাজারের সম্প্রসারণ:
বাণিজ্যিক ব্যাংকগুলো শিল্প এবং বাণিজ্যে আরো অনেকভাবে সাহায্য করে। শিল্প এবং বাণিজ্যের কাজ করার ক্ষেত্রের পরিধি ভাল ব্যাংকিং ব্যাবস্থার মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব। বাণিজ্যিক ব্যাংকগুলো ক্রেতা এবং বিক্রেতার মাঝে মধ্যবর্তী মাধ্যম হিসেবে কাজ করে। ব্যাংক গ্যারান্টির ভিত্তিতে পণ্য সরবারহ করা হয়, যা বিভিন্ন শিল্প ও বাণিজ্যকে তাদের পণ্যের বাজার খুঁজে নিতে সাহায্য করে এবং বাজার টেকসই করে। সবধরনের ঝূকি ব্যাংক নিয়ে থাকে এই ক্ষেত্রে। যখন এই ঝুকি আর থাকে না, তখন শিল্পকে বড় বাজারের জন্য প্রস্তুত করা যায়।
4) Act as an engine of balanced regional development:
Commercial banks help in proper allocation of funds among different regions of the economy. The banks operate primarily for profits. When the banks lend their funds for more productive uses, their profits will be maximized. Introduction of branch banking makes it possible to choose between different regions. A region with growth potential attracts more bank funds. But in recent years, the approach of banks towards regional growth has been undergoing a change. Banks help create infrastructure essential for economic development. Thus banks are engines of balanced regional development in the country.
৪) সুষম আঞ্চলিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করে:
বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থনীতির বিভিন্ন অংশে মূলধনকে সুষমভাবে বণ্টন করতে সাহায্য করে। প্রকৃতপক্ষে ব্যাংকগুলো প্রধানত লভ্যাংশের জন্য চালিত হয়। যখন ব্যাংক তাদের পুঁজিকে সুদের ভিত্তিতে বিভিন্ন উৎপাদনশীল কাজের জন্য ধার দেয়, তখন তাদের লাভও বৃদ্ধি পায়। শাখা ব্যাংকিং এর ভিত্তিতে কাজ করার ফলে বিভিন্ন অঞ্চলভেদে কাজ করা এখন সহজ হয়ে যায়। কোন অঞ্চলে অধিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ থাকলে বেশি বেশি ব্যাংক সেখানে তাদের মূলধন সুদের বিনিময়ে বিনিয়োগ করতে আগ্রহী হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা অনেকটা পরিবর্তিত হয়েছে। ব্যাংকগুলো অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরীতে সাহায্য করছে। এইভাবেই সুষম আঞ্চলিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করে ব্যাংকগুলো।
5) Financing agriculture and allied activities:
The commercial bank helps the farmers in extending credit for agricultural development. Farmers require credit for various purposes like making their produce, for the modernization and mechanization of their agriculture, for providing irrigation facilities and for developing land.
The banks also extend their financial assistance in the areas of animal husbanding, dairy farming, sheep breeding, poultry farming and horticulture.
৫) কৃষি এবং স্বজাতীয় কাজের জন্য মূলধন যোগান:
কৃষি কাজের জন্য মূলধন বৃদ্ধি করতে বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের সাহায্য করে থাকে। কৃষকদের এই ঋণ বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয়। যেমন, শস্য উৎপাদন, কৃষিকাজ যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণ, সেচ সুবিধা প্রদান এবং জমি ক্রয়।
সেই সাথে ব্যাংকগুলো পশুপালন, গব্যোৎপাদন, ভেড়া প্রজনন, হাঁস-মুরগী চাষ, বাগানচাষ এর জন্যও ঋণ সুবিধা প্রদান করে থাকে।
6) For improving the standard of living of the people:
The standard of living of the people is estimated on the basis of the consumption pattern. The banks advance loans to consumers for the purchase of consumer durables and other immovable property, which will raise the standard of living of the people.
Stimulating human capital formation, facilitating monetary policy formulation and developing entrepreneurs are some of the other roles played by commercial banks in the economic life of every nation.
৬) মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংকের ভূমিকা:
মানুষের ভোগের ধরন থেকে তার জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যায়। স্থাবর সম্পত্তি এবং ভোগপন্য ক্রয়ের জন্য ব্যাংক ভোক্তাদের সুদের বিনিময়ে ঋণ সুবিধা দিয়ে থাকে, যা তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে দেয়। দক্ষ জনশক্তি তৈরী, মুদ্রানীতি প্রণয়ন, উদ্যোক্তা তৈরী করার কাজকে ত্বরান্বিত করে বাণিজ্যিক ব্যাংক প্রতিটি দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন,