Studypress News

Topic: Rohingya issue

16 Jan 2017

এক টপিকে শিখুন ব্যাংক রিটেন পার্টের তিনটি অংশ-

১। Focus writing (english)

২। সংক্ষেপে বাংলা রচনা

৩। অনুবাদ

আমাদের আজকের বিষয়ঃ রোহিঙ্গা ইস্যু

Topic: Rohingya issue

Introduction

Tens of thousands of Muslim Rohingya have fled Myanmar, many crossing by land into Bangladesh, while others take to the sea to reach Indonesia, Malaysia, and Thailand. The latest surge in refugees was prompted by a long-building crisis: the discriminatory policies of the Myanmar government in Rakhine state, which have caused hundreds of thousands of Rohingya to flee since the late 1970s. Their plight has been compounded by the responses of many of Myanmar’s neighbors, which have been slow to take in refugees for fear of a migrant influx they feel incapable of handling.

সূচনা:

হাজার হাজার মুসলিম রোহিঙ্গা মায়ান্মার ছেড়ে আশ্রয়ের জন্য পালাচ্ছে, অনেকে বর্ডার পাড় হয়ে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে, অনেকে আবার সমুদ্র পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া, মালেয়শিয়া এবং থাইল্যান্ড এ যাবার চেষ্টা করছে। অনেকদিন ধরে গড়ে আসা সমস্যার কারণে সম্প্রতি আরো অনেক সংখ্যক রোহিঙ্গা মুসলিম এইভাবে পাড়ি জমাচ্ছে, ১৯৭০ সাল থেকে রাখাইন রাজ্যের মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর মায়ানমার সরকারের বৈষম্যমূলক আচরণ হল এই উদ্ভূত সমস্যা যা বছরের পর বছর ধরে সহ্য করে আসছে রোহিঙ্গারা। কিন্তু শরনার্থীদের নিতে অনেক দেশই অপারগতা প্রকাশ করে এসেছে বার বার, প্রতিবেশি দেশগুলো এই ভয়ে আছে যে হয়ত তারা এত বিশাল সংখ্যক শরনার্থীদের সামাল দিতে ব্যর্থ হবে।

Who are the Rohingya?

The Rohingya are an ethnic Muslim minority group living primarily in Myanmar’s western Rakhine state; they practice a Sufi-inflected variation of Sunni Islam. The estimated one million Rohingya in Myanmar account for nearly a third of Rakhine’s population. The Rohingya differ from Myanmar’s dominant Buddhist groups ethnically, linguistically, and religiously.

রোহিঙ্গা কারা?

রোহিঙ্গারা হল মায়ানমারের পশ্চিমে রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম। তারা সূফীবাদ দ্বারা প্রভাবিত সুন্নি ইসলাম অনুসরন করে। প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম রাখাইন রাজ্যের প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা দখল করে আছে। মায়ানমারের সংখ্যাগুরু বৌদ্ধ গোষ্ঠী থেকে রোহিঙ্গারা ধর্মগত, ভাষাগত এবং নীতিগত দিক থেকে আলাদা।

Why are the Rohingya fleeing Myanmar?

Government policies, including restrictions (PDF) on marriage, family planning, employment, education, religious choice, and freedom of movement have institutionalized systemic discrimination against the ethnic group.
Rakhine state is also Myanmar’s least developed state, with more than 78 percent of households living below the poverty threshold, according to World Bank estimates. Widespread poverty, weak infrastructure, and a lack of employment opportunities exacerbate the cleavage between Buddhists and Muslim Rohingya. This tension is deepened by religious differences that have at times erupted into conflict.

রোহিঙ্গারা কেন মায়ানমার ছেড়ে পালাচ্ছে?

সরকারী পলিসি, বিয়ের ব্যাপারে বাধা, পরিবার পরিকল্পনা, চাকরি সুবিধা, শিক্ষা-দীক্ষা, ধর্ম, চলাচল এবং বলার স্বাধীনতা এই সকল ক্ষেত্রেই মিয়ানমারের রোহিঙ্গারা বৈষম্যমূলক আচরণের স্বীকার হয়ে আসছে। বৌদ্ধ ধর্মবলাম্বীদের তুলনায় সব দিক দিয়েই রোহিঙ্গাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।

রাখাইন রাজ্য মিয়ানমারের সবচেয়ে অনুন্নত রাজ্য। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুসারে শতকরা প্রায় ৭৮ ভাগ পরিবারই দারিদ্র্য সীমার নিচে বাস করছে। দারিদ্র্য, দূর্বল অবকাঠামো এবং কর্মসংস্থানে সুযোগের অভাব মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সাথে বৌদ্ধ ধর্মবালম্বীদের পার্থক্য গড়ে তুলেছে। এর থেকেই ধীরে ধীরে সময়ের সাথে সরকারের সাথে রোহিঙ্গাদের দ্বন্দ্ব তৈরী হয়েছে।

 

 

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।