Studypress News
ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নিবেন যেভাবে-
09 May 2017
● ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নিবেন যেভাবে
● প্রস্তুতির শুরুতে যা দরকার-
১. ব্যাংকের বিগত বছরগুলোর সকল প্রশ্ন সমাধান
২. MBA ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোর সকল প্রশ্ন সমাধান
৩. IBA ভর্তি পরীক্ষার বিগত বছরগুলোর সকল প্রশ্ন সমাধান
৪. নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স
● এবার আসুন, একটা সিস্টেমের মধ্য দিয়ে যাই:-
-----------------------------------------------------
For MCQ Part:
১। নিজের পড়ার সুবিধার্থে সহজে পরিবর্তনযোগ্য একটা খসড়া রুটিন তৈরি করে ফেলুন। ছোট ছোট টার্গেটে এগিয়ে যান।
২। MBA, IBA ও ব্যাংকের রিসেন্ট প্রশ্ন থেকে প্রতিদিন কমপক্ষে ২টা সম্পূর্ণ প্রশ্ন হাতে-কলমে সলভ করুন।
৩। যেগুলো পারেন নাই- তাদের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং বারবার পড়ুন।
৪। যত ছোট অংকই হোক, খাতায় লিখে Solve করুন। প্রথমেই Shortcut সিস্টেমে অংক করবেন না। আগেই Shortcut ধরলে রিটেন ম্যাথে ধরা খাবেন।
৫। ক্যালকুলেটর ছাড়া অংক করুন।
৬। কারেন্ট নিউজের জন্য www.studypress.org/news পড়ুন। এখানে পরীক্ষায় আসার মতো সকল নিউজ সংক্ষেপে পেয়ে যাবেন।
৭। Synonym, Antonym, Analogy-এর স্টাডিপ্রেস ওয়েবসাইটের Read & Practice-এ ক্লিক করে Bank Recruitment Test অংশের 'ইংলিশ পার্ট' পড়ুন। এখানে Synonym and Antonym -চ্যাপ্টারে '৪২১' বিগত সালের Question-সহ মোট '৯৭১টি' প্রশ্ন আছে এবং Analogy চ্যাপ্টারে '১৭৬' বিগত সালের প্রশ্নসহ মোট '৩০৬টি' প্রশ্ন আছে। এগুলো আগে মুখস্থ করে নিন।
৮। 'বাংলা'র জন্য স্টাডিপ্রেস ওয়েবসাইটের Read & Practice-এ ক্লিক করে Bank Recruitment Test অংশের 'বাংলা পার্ট' পড়ুন। এখানে বিগত সালের সকল প্রশ্নসহ গুরুত্বপূর্ণ অন্যান্য প্রশ্ন ও সমাধান পেয়ে যাবেন।
৯। 'কম্পিউটার' অংশের জন্য স্টাডিপ্রেস ওয়েবসাইটের Read & Practice-এ ক্লিক করে Bank Recruitment Test অংশের 'Computer Technology' পড়ুন।
● এবার আসুন ২ ঘন্টার রিটেন পার্ট:
------------------------------------------------------
For Written Part:
রিটেন পার্টের মূল অংশ হচ্ছে- Math, Focus Writing এবং Translation: বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। এই অংশই নির্ধারণ করবে আপনার চাকরি পাওয়ার সম্ভাব্যতা।
১। Step by step ম্যাথ করবেন।
২। Focus Writing এর ক্ষেত্রে ঝুলি ঝেড়ে সব তথ্য দিয়ে আসবেন না। যেখানে যেটুকু দরকার সেটুকুই দিবেন। ভুল করেও বানান ভুল করবেন না। অল্প লিখেন- সমস্যা নাই।
৩। Translation এর ক্ষেত্রে, আক্ষরিক না করে ভাবানুবাদ করুন। স্টাডিপ্রেস ওয়েবসাইটে প্রায় প্রতিদিন 'Daily Star' পত্রিকার 'Editorial' Translation করে দেওয়া হয়। রেগুলার এটা পড়ে নিন। উপকারে আসবে।
● নিজের মত করে ব্যাংকের 'চাহিদা মাফিক' এগিয়ে যান। প্রায় ৭-৮ হাজারটি Appointment Letter সাদাখামে অপেক্ষা করে আছে তার সঠিক ঠিকানার জন্য। এই Appointment Letter গুলোর মধ্যে একটি হতে পারে আপনার ঠিকানা!
● আর দেরি কেন?
এখনই লগ ইন করুন।
www.studypress.org
● এখনই শুরু করে দিন আপনার প্রস্তুতি www.studypress.org এর সাথে।
● এখানে পাবেন নিম্নে উল্লেখিত ব্যাংক প্রশ্নের নির্ভুল সমাধান। প্রতিদিন পড়ুন। প্রতিদিন পরীক্ষা দিন। সাথে পাবেন পর্যাপ্ত মডেল টেস্ট।