Studypress News
সমসাময়িক ২য় পর্ব: (বাংলাদেশ ও আন্তর্জাতিক: সকল নিয়োগ পরীক্ষার জন্য)
16 Jan 2017
১. বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোটগল্পের সংকলন 'জনকের মুখ'-এর সম্পাদক-
২. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- জাপানি ভাষায় অনুবাদ করেন-
৩. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'- ইংরেজি ভাষায় অনুবাদ করেন-
৪. টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ-
৫. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর বর্তমান সদস্য সংখ্যা-
৬. যুক্তরাজ্যে EU ছাড়ার পক্ষে ভোট পড়েছে কত শতাংশ?
৭. আমেরিকান বক্সিং আইকন "মোহাম্মদ আলী" কবে মৃত্যুবরণ করেন?
৮. বিখ্যাত ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ইন্তেকাল করেন-
৯. পুলিৎজার পুরস্কার-২০১৬, লাভ করে-
১০. বর্তমানে দেশে স্থল বন্দরের সংখ্যা কয়টি?
১১. 'প্যারিস জলবায়ু চুক্তি' কোথায় স্বাক্ষরিত হয়?
১২. জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের-
১৩. বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০১৬, বাংলাদেশের অবস্থান-
১৪. লোহিত সাগরে সেতু তৈরি করবে কোন দুইটি দেশ?
১৫. IMF ও World Bank এর ১৮৯তম সদস্য দেশ-
১৬. বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর ফজলে কবির কত তারিখে নিযুক্ত হন?
১৭. ২০১৬ সালের এশিয়া কাপ ক্রিকেটের রানার্স আপ হয়েছে কে?
১৮. 'মোসাক ফনসেকা' কি?
১৯. মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট -এর নাম কি?
২০. সম্প্রতি ক্রিকইনফোর বর্ষসেরা 'অভিষিক্ত ক্রিকেটার' হয়েছেন কোন বাংলাদেশী খেলোয়াড়?
২১. প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন-
২২. অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ-
২৩. অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ-
২৪. স্বাধীনতা পুরস্কার-২০১৬ দেওয়া হয়-
২৫. সম্প্রতি জাতিসংঘ কোন দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করে?
২৬. অস্কার ২০১৬: সেরা চলচ্চিত্র-
২৭. ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন কতজন?
২৮. জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালির মৃত্যু হয় কবে?
২৯. আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত হয় কবে?
৩০. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৫" কতজনকে দেওয়া হয়?
উত্তর জানতে লগইন করুন www.studypress.org তে
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।