Studypress News
৩৮তম বিসিএসঃ মানসিক দক্ষতা (পরামর্শ)
16 Jan 2017
বিসিএস'র সিলেবাস অনুযায়ী ''মানসিক দক্ষতা" থেকে প্রশ্ন আসবে ১৫ নম্বরের।
এবার আসুন ''মানসিক দক্ষতা" মান বন্টন দেখি-
∎∎'মানসিক দক্ষতা'-১৫ নম্বর:
---------------------------------------------------------
১। ভাষাগত যৌক্তিক বিচার।
২। সমস্যা সমাধান।
৩। বানান ও ভাষা।
৪। যান্ত্রিক দক্ষতা।
৫। স্থানাংক সম্পর্ক।
৬। সংখ্যাগত ক্ষমতা
----------------------------------------------------------------
∎∎'মানসিক দক্ষতা' অংশে ১৫ তে ১৫ পেতে হলে আপনাকে-
∎যা করতে হবে-
----------------------------------------------------------------
১। শুরুতেই ৩৫, ৩৬ এবং ৩৭তম বিসিএসের প্রিলিতে 'মানসিক দক্ষতা' অংশের প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে নিন।
২। এই অংশে ভালো করতে হলে আপনাকে গণিতে ভালো দক্ষতা থাকতে হবে। বিশেষ করে সংখ্যা, ধারা, গতি ও দূরত্ব, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যবতা এবং জ্যামিতি অংশে।
৩। সিলেবাস অনুযায়ী 'মানসিক দক্ষতা' অংশের প্রথম থেকে পড়া শুরু করে দিন।
৪। এসব প্রশ্নের উত্তর করতে আপনাকে চিত্র এঁকে সমাধান করে আয়ত্বে আনতে হবে। তাহলেই পরীক্ষা কেন্দ্রে আপনাকে কনফিউশনে পড়তে হবে না।
৫। বিসিএস পরীক্ষায় অনেক সময় দেখা যায়, এই অংশে কিছু প্রশ্নের উত্তর করতে অনেক সময় ব্যয় হয়, সেক্ষেত্রে শুরুতে উত্তর করতে না পারলে ছেড়ে দিয়ে অন্য প্রশ্নে চলে যাবেন। পরে যদি সময় পান তাহলে আবার ছেড়ে দেয়া প্রশ্নে উত্তর করার চেষ্টা করুন।
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার