Studypress News
সমসাময়িক (বাংলাদেশ ও আন্তর্জাতিক: সকল নিয়োগ পরীক্ষার জন্য)
15 Jan 2017
১। ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
২। থাইল্যান্ডের নতুন রাজা কে?
৩। সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
৪। ভিক্টোরিয়া ওকাম্পো কে?
৫। অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
৬। ‘দ্য স্টোরি অব বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুরকার?
৭। ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?
৮। মার্কিন সাময়িকী ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান কে?
৯। বর্তমানে গেজেট আকারে প্রকাশিত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা?
১০। আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
১১। দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
১২। আপটা কি?
১৩। সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?
১৪। বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?
১৫। অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?
১৬। ‘আলাপন’ কি?
১৭। বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?
১৮। ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?
১৯। ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
২০। ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
২১। পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
২২। কিগালি কোন দেশের রাজধানী?
২৩। হুতি বিদ্রোহী সংগঠন কোন দেশের?
২৪। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মতে সব উন্নয়নের ভিত্তি কি?
২৫। পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস কোনটি?
২৬। বিশ্বব্যাংক ২০১৬ সালের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কোথায় পালন করে?
২৭। বাংলাদেশের শততম ওডিআই জয়টি আসে কোন দলের বিপক্ষে?
২৮। লেদা ও কুতুপালং কি?
২৯। দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাত শিল্পাঞ্চল কোথায় হচ্ছে?
৩০। কিউবার নেতা ফিদেল কাস্ত্রো কবে মারা যান?
৩১। পানির এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর প্রস্তাব কি?
৩২। আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগাদানের প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ?
৩৩। বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৬ অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম স্থানে?
৩৪। বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কোথায় অবস্থি্ত?
৩৫। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
৩৬। মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম কত হতে হবে?
৩৭। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?
৩৮। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য-
৩৯। কোপ-২২ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
৪০। ২০১৬ সালে রসায়নে নোবেল পুরস্কার পেলেন-
৪১। ২০১৬ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পেয়েছেন-
৪২। কোন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী রিদমিক জিমন্যাস্টিকসে (রিও অলিম্পিকে) সোনা জিতেছেন-
৪৩। ১৫ই আগস্ট ২০১৬ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে?
৪৪। ২০১৬ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচকে শীর্ষ দেশ?
৪৫। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচক-২০১৬ অনুযায়ী ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
৪৬। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন-
৪৭। বর্তমানে দেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত?
৪৮। জাতীয় বাজেট ২০১৬-১৭ এর আকার কত?
৪৯। ‘রোয়ানু’ কোন দেশের শব্দ?
৫০। পদার্থ বিজ্ঞানের ব্রেকথ্রু পুরস্কার পেলেন বাংলাদেশের..?
উত্তর জানতে লগইন করুন www.studypress.org তে
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।