Studypress News
বিসিএস : বাংলাদেশ বিষয়াবলি সিলেবাস
14 Jan 2017

বিসিএস : বাংলাদেশ বিষয়াবলি (নাম্বার:৩০) সিলেবাস
বিষয়ঃ বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলির মধ্যে দু'ধরনের তথ্য থাকে। অপরিবর্তনীয় তথ্য(যেমন ইতিহাস,সংবিধান, ঐতিহ্য,স্থাপনা ইত্যাদি) ও পরিবর্তনীয় তথ্য(যেমন রাজনীতি,বাজেট, অর্থনীতি, শিল্প,বাণিজ্য ইত্যাদি)।তাই অপরীবর্তনীয় তথ্যগুলো বই থেকে আর পরীবর্তনীয় তথ্যগুলো দৈনিক সংবাদপত্র ও ইন্টারনেট থেকে জানতে হবে।এবার সিলেবাসটি নিয়ে আলোচনা করি-
১)বাংলাদেশের জাতীয় বিষয়াবলি (নাম্বার:০৬):
এখানে প্রাচীন বাংলার ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যন্ত পড়তে হবে।আপনি প্রাচীন যুগ থেকে ১৯৫২ পর্যন্ত যে ইতিহাস পড়বেন সেখান থেকে পাবেন ধরুন ৩/৪ টি প্রশ্ন আর ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পঠিত ইতিহাস থেকে পাবেন ২/৩ টি প্রশ্ন।প্রাচীন ইতিহাস থেকে ১৯৫২ সালের ইতিহাসের মধ্যে বাংলার প্রাচীন জনপদ,পারস্য সভ্যতা,পাল যুগ,সেন যুগ,মুসলিম শাসন,সুলতানী আমল,মোঘল সাম্রাজ্য, ইংরেজ শাসন,ব্রিটিশবিরোধী আন্দোলন এসব খুব গুরুত্বপূর্ণ।এই অংশগুলো আজকের বিশ্ব হতে পড়তে পারেন বা অন্য কোন গাইড বই(প্রফেসরস) থেকে।আর ৫২ থেকে ৭১ পর্যন্ত ইতিহাস পড়ার জন্য studypress.org তে পড়ুন
২)বাংলাদেশের কৃষি সম্পদ (০৩) :
studypress.org তে পড়ুন।এখানে ধান, গম,পাট,চা, বনজ সম্পদ,প্রাণীজ সম্পদ খুব গুরুত্বপূর্ণ।
৩)বাংলাদেশের জনসংখ্যা (০৩):
studypress.org তে পড়ুন
৪)বাংলাদেশের অর্থনীতি (০৩):
studypress.org তে পড়ুন
৫)বাংলাদেশের শিল্প ও বাণিজ্য (০৩):
studypress.org তে পড়ুন
৬)বাংলাদেশের সংবিধান(০৩):
studypress.org তে পড়ুন
৭)বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা(০৩)
studypress.org তে পড়ুন
৮)বাংলাদেশের সরকার ব্যবস্থা(০৩)ঃ
studypress.org তে পড়ুন
৯)বাংলাদেশের জাতীয় অর্জন,স্থাপনা(০৩) ঃ studypress.org তে পড়ুন
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।
Important News

Highlight of the week
